বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ বিরতি শেষে টেলিভিশনের পর্দায় ফিরতে শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। জি বাংলা, স্টার জলসা দুই নামী চ্যানেলেই নায়ক নায়িকাদের কামব্যাক রয়েছে অব্যাহত। এবার জি বাংলার এক নতুন সিরিয়ালে (Serial) বড় চমকের খবর মিলল। গল্পের নতুন মোড়ে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী।
জি বাংলার সিরিয়ালে (Serial) ফিরলেন অভিনেত্রী
জি বাংলায় কিছুদিন হল শুরু হয়েছে ‘আমাদের দাদামণি’ সিরিয়ালটি (Serial)। এই ধারাবাহিকেই নতুন চরিত্রে যোগ দিলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। এক বছর পর নতুন সিরিয়ালে (Serial) ফিরলেন তিনি। গল্পে নায়কের মা সোমেশ্বরের মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।
কী দেখা যাচ্ছে গল্পে: সিরিয়ালের (Serial) গল্প অনুযায়ী, ছোটবেলায় সোমের মা গ্রামের ভুবনেশ্বরী দেবীর গয়না চুরি করে পরপুরুষের সঙ্গে পালিয়ে যায়। অন্তত তেমনটাই বিশ্বাস করানো হয়েছে তাদের। কিন্তু সাম্প্রতিক পর্বে (Serial) দেখানো হয়, বেঁচে রয়েছে সোমের মা, জেলে রয়েছেন তিনি। ২০ বছর পর মা ছেলের মিলনের দৃশ্যও আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : মহুয়া রায়চৌধুরী হয়ে বড়পর্দায় অঙ্কিতা! তিন বছরের রাজত্বের পর শেষের মুখে ‘জগদ্ধাত্রী’?
কী জানালেন অভিনেত্রী: এক বছর আগে এমন পুজোর সময় স্বামী ফিরোজকে হারান সুভদ্রা। তারপরেই নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। আগে যে কোনও কাজ (Serial) শুরু করলে আগে স্বামীকে ছবি তুলে পাঠাতেন সুভদ্রা। কিন্তু এবার প্রথম কাজে এসে ছবিও তোলেননি, কাউকে পাঠাননি।
আরও পড়ুন : ‘সমকামী’ চরিত্রে সায়ক! জি বাংলার ‘সাবালক’ সিরিয়ালের দৃশ্য নিয়ে সমালোচনার ঝড়
যদিও এই সময়টা মেয়েকে পাশে পেয়েছিলেন সুভদ্রা। তিনি বলেন, মেয়েই কাজে ফিরতে বলেছিল তাঁকে। অনেকেই তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন। সকলের জন্যই তাঁর ফেরা। নতুন করে কাজ শুরু করলে ভালো থাকবেন, এমনটাই আশা সুভদ্রার।