বাংলাহান্ট ডেস্ক : শুধুমাত্র নায়ক নায়িকাই নয়। সিরিয়ালে (Serial) প্রতিটি চরিত্রেরই গুরুত্ব সমান। পার্শ্ব চরিত্র ছাড়া সিরিয়াল তৈরি করা সম্ভব নয়। কারণ প্রতিটি ধারাবাহিকেই গবে ওঠে একাধিক পরিবারের গল্প। সেখানে একাধিক চরিত্র। প্রতিটি চরিত্রের আবার নিজস্ব গল্প থাকে। সেখানে অভিনয়ে বাজিমাত করতে পারলেই কেল্লাফতে।
সিরিয়ালে (Serial) পার্শ্ব চরিত্রে অভিনয় করে বড় সাফল্য অভিনেত্রীর
এমন একাধিক উদাহরণ রয়েছে যে পার্শ্ব চরিত্রে অভিনয় করে পরবর্তীতে নায়িকা (Serial) হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী। এমনকি পার্শ্ব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে টলিউডে জায়গা পাকা করে নিয়েছেন। এবার সাফল্যের তালিকায় নায় লেখালেন আরেক অভিনেত্রী। বাংলা ধারাবাহিকে (Serial) গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে এবার বলিউডে পা রাখতে চলেছেন তিনি।
মনে জয় করেছেন দর্শকদের: কয়েক মাস আগে আকাশ আট চ্যানেলে শেষ হয়েছে ‘বউ চুরি’ ধারাবাহিক। সাহিত্য নির্ভর ধারাবাহিক (Serial) সিরিজে এই সিরিয়ালটি জায়গা করে নিয়েছিল। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের উপন্যাস ধারাবাহিক আকারে নিয়ে এসেছিল আকাশ আট। সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রিয়াজ লস্কর এবং অয়ন্যা চট্টোপাধ্যায়কে। এই সিরিয়ালেই (Serial) অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তানিষ্কা তিওয়ারি।
আরো পড়ুন : একধাক্কায় বেড়েছে TRP, এবার “বেঙ্গল টপার” হতে নতুন নায়িকার এন্ট্রি জি এর সিরিয়ালে
বলিউডে পা রাখছেন নায়িকা: পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তানিষ্কা। বেশ ভালো সাড়া পেয়েছিল ১৫০ পর্বের সিরিয়ালটি (Serial)। ওই ধারাবাহিক শেষ হওয়ার পরেই এবার নতুন সুখবর দিলেন তানিষ্কা। এবার বলিউডে পা রাখতে চলেছেন তিনি।
আরো পড়ুন : নতুন মেগার কোপে স্লট বদল, TRP ধরে রাখতে গল্পের ট্র্যাকই বদলে দিল জলসার মেগা!
জানা গিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে এই হিন্দি প্রোজেক্টের শুটিং শুরু করতে চলেছেন তিনি। শুটিং হবে নৈনিতালে। খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে তানিষ্কাকে দেখা যাবে বলে খবর। তাঁর সঙ্গে এই ছবিতে থাকছেন জিমি শেরগিল, দিব্যা দত্তের মতো অভিনেতা অভিনেত্রীরাও। তানিষ্কার এই সফরে খুশি তাঁর ভক্তরাও।