বাংলাহান্ট ডেস্ক : একটি সিরিয়াল (Serial) শুরু হওয়া মানে একদিন না একদিন তা শেষ হবেই। কিন্তু কিছু কিছু সিরিয়াল দর্শকদের মনের এত কাছাকাছি থেকে যায় যে তাদের বিদায় দিতে মন চায় না দর্শকদের। দিনের পর দিন ধরে পর্দায় একটি গল্প দেখতে দেখতে তা মনের কাছাকাছি চলে আসে দর্শকদের। তাই তাদের শেষ হওয়ার খবরে মন খারাপ হয় দর্শকদেরও।
সিরিয়াল (Serial) শেষের খবরে বিমর্ষ দর্শকরা
বর্তমানে সিরিয়াল (Serial) মানেই তা শেষ হচ্ছে কয়েক মাসের মধ্যেই। দর্শকদের মন জয় করে টিআরপি তোলা যথেষ্ট কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক সিরিয়ালের কাছে। টিআরপি কমলেই গল্পে আনা হচ্ছে নতুন মোড়। বিভিন্ন টুইস্ট এনেও যে টিআরপি তে বিশেষ পরিবর্তন হবে, সবসময় তেমনটা নাও হতে পারে। আর তখনই শেষ হয় সিরিয়াল (Serial)।
এল আনুষ্ঠানিক খবর: জি বাংলা চ্যানেলে দীর্ঘদিন ধরেই একটি সিরিয়াল (Serial) শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। লম্বা সময় ধরে দর্শকদের মন জয় করলেও শেষমেষ বিদায় নিতে হচ্ছে সিরিয়ালটিকে (Serial)। কথা হচ্ছে ‘নিম ফুলের মধু’র (Serial) বিষয়ে। বিগত বেশ কিছুদিন ধরেই সিরিয়ালটি শেষের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। অবশেষে জল্পনা সত্যি করে এল কনফার্ম খবর।
আরো পড়ুন: ফের হবে ধামাকা? এবার একইসাথে এই অনুষ্ঠানে অংশ নেবেন মোদী-ট্রাম্প
হচ্ছে শেষ শুটিং: নায়ক রুবেল দাস আগেই শুটিং শেষ করেছেন নিজের। তাঁর নতুন সিরিয়ালের (Serial) প্রোমোও সামনে এসেছে। রুবেল ছাড়ার পর থেকেই গুঞ্জন আরো তীব্র হয়ে উঠেছিল। অবশেষে সিরিয়াল শেষের খবরে শিলমোহর দিলেন স্বয়ং সৃজনের ‘জেঠি’ অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর কমেন্ট বক্সে একজন ভক্ত তাঁকে প্রশ্ন করেন, নিম ফুলের মধুর শেষ শুটিং কি আজ হবে? উত্তরে তনুশ্রী বলেন, হ্যাঁ।
আরো পড়ুন: ফের লাফিয়ে এগোলো গল্প, বদলে গেল নায়িকা! ১০০০ পর্বের মুখে এসে “বিরাট” পরিবর্তন জলসার মেগায়
আড়াই বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছে নিম ফুলের মধু। ভিন্ন স্বাদের গল্পের জন্য প্রথম থেকেই টিআরপিতে এগিয়ে থেকেছে এই সিরিয়াল। দীর্ঘদিন পর্যন্ত হয়েছে বেঙ্গল টপারও। কিন্তু বেশ অনেক দিন হল নম্বর কমেছে ধারাবাহিকের। উপরন্তু গল্পও প্রায় ফুরিয়ে এসেছে। সম্ভবত সেই কারণেই সিরিয়াল শেষ করে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা।