২০০ টাকা খরচ করে বাড়িতে লাগিয়ে ফেলুন এই ডিভাইসটি, বিদ্যুতের বিল কম আসবে ৩৫ শতাংশ

বাংলাহান্ট ডেস্ক : গরম পড়ল আর তার সঙ্গে সঙ্গেই ইলেকট্রিক বিলও বাড়তে শুরু করল মাত্রাতিরিক্ত হারে। এসি চালাচ্ছেন, বাড়িতে সমস্ত ঘরেই চলছে পাখা – এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিল আসাটাও যে খুব স্বাভাবিক। আর এই গোটা গরমের মরশুমে ইলেকট্রিক বিলটা কম রাখা সত্যিই যেন একটা দুঃসাধ্য কাজ। অফিস হোক বা হোক সে বাড়ি, গরম পড়লে সর্বত্রই ইলেকট্রিক বিল চরচর করে বাড়তে থাকে। তবে এবার এমনই এক ডিভাইস চলে এসেছে, যা আপনার ইলেকট্রিসিটি মিটারের পাশে লাগিয়ে দিলেই ইলেকট্রিক বিল কম আসবে। আর সেই ডিভাইসের দামও খুব কম। মাত্র 191 টাকাতেই পাওয়া যাবে সেই ডিভাইসটি। আসুন, এই পাওয়ার সেভিং ডিভাইসটি সম্পর্কে যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের তরফে যে ডিভাইসটি তৈরি করা হয়েছে সেটি যদি ইনস্টল করা হয় তাহলে বিদ্যুৎ বিল প্রায় 35 শতাংশ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ডিভাইসটি একটি 15KW এর ডিভাইস। ই-কমার্স সাইট Flipkart থেকে 191 টাকার বিনিময়ে ওই ডিভাইসটি কিনতে পারবেন। এবং বিভিন্ন সময় 100 টাকার গিফ্ট কার্ডও পেতে পারেন ব্যবহারকারীরা। এই ডিভাইসটি যে শুধুমাত্র বাড়ির বিদ্যুৎ বিল কম করে তা নয়। কোনও কারণে শর্ট সার্কিট হলেও বাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইস থেকে বাড়িকে রক্ষা করে এই ডিভাইস। তাই এই ডিভাইসটি বাড়িতে ইনস্টল করা খুবই প্রয়োজন বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

IMG 20220607 WA0006

তবে ডিভাইসটি অফিসের তুলনায় বাড়িতে সবথেকে ভাল কাজ করবে। কারণ, অফিসের চেয়ে বাড়িতে বৈদ্যুতিক লোড বেশি। সংস্থার তরফে বলা হয়েছে, এখন আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিল যদি 10 হাজার টাকা আসে, এই ডিভাইসটি ইনস্টল করার পরে তা প্রায় 6,500 টাকা হয়ে যাবে। ইতিমধ্যে ওই ই-কমার্স সাইটে এই ডিভাইসটির উপর অনেকে রিভিউ দিয়েছেন। অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছেন। এখন বুঝতেই পারছেন ছোট্ট, সস্তার একটা ডিভাইসের কদর কতখানি হতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর