কেকে বিতর্কের জেরেই ‘ব‍্যান’ রূপঙ্কর বাগচীর গান? মুখ খুলল রেস্তোরাঁ কর্তৃপক্ষ

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কের অপর নাম রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। কেকে কে নিয়ে বিতর্কিত মন্তব‍্যের পর থেকেই নাকি একের পর এক সংস্থা মুখ ফেরাচ্ছে তাঁর দিক থেকে। প্রথম সারির বেকারি সংস্থা মিও আমোরে ইতিমধ‍্যেই রূপঙ্করের গাওয়া জিঙ্গল বাতিল করে দিয়েছে। এবার জনপ্রিয় রেস্তোরাঁ ‘ভূতের রাজা দিল বর’ও নাকি রূপঙ্করের গান ‘ব‍্যান’ করেছে।

সম্প্রতি এমনি একটি খবর ছড়িয়ে পড়েছে নেটমাধ‍্যমে। একটি নোটিশের ছবি ভাইরাল হয়েছে যেখানে ‘ভূতের রাজা দিল বর’ রেস্তোরাঁর নাম উল্লেখ করে লেখা, ‘জনস্বার্থ এবং জনরোষের কথা মাথায় রেখে রূপঙ্কর বাগচির গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হল। আমরা ক্ষমাপ্রার্থী।’

IMG 20220607 132914
খবর ছড়িয়ে পড়তেই প্রশ্নের মুখে পড়ে যাদবপুরের ওই রেস্তোরাঁ। সত‍্যিই কি রূপঙ্করের গান বয়কট করা হয়েছে ওই রেস্তোরাঁর তরফে? এই সময় ডিজিটালকে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, যে নোটিশের ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে রেস্তোরাঁর কোনো সম্পর্ক নেই। রেস্তোরাঁটি সত‍্যজিৎ রায়ের ছবির থিমের উপরে তৈরি। তাই শুধুমাত্র কিংবদন্তি পরিচালকের ছবির গানই বাজানো হয়।

তাই কোনো শিল্পীর মন্তব‍্যের প্রেক্ষিতে রেস্তোরাঁতে গান বাজানোর সিদ্ধান্তে কোনো বদল হয়নি। উপরন্তু রেস্তোরাঁর তরফে আরো জানানো হয়, তারা নোটিসটি টাঙায়ওনি। রেস্তোরাঁর বাইরে কেউ ছবিটি লাগিয়ে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তারা থিমের বাইরে অন‍্য কোনো শিল্পীর গান বাজান না তাই তা বন্ধ করে দেওয়ার প্রশ্ন ওঠে না বলে সাফ জানান কর্তৃপক্ষ।

অন‍্যদিকে সংবাদ মাধ‍্যমকে মিও আমোরের মার্কেটিং বিভাগের এক আধিকারিক জানিয়েছিলেন, গত ১ লা জুন থেকেই বিজ্ঞাপনী জিঙ্গেলটি তুলে নেওয়া হয়েছে। এতদিন শুধুমাত্র রেডিওতে চালানো হত। সেটাও আর হবে না।

সংস্থার এক কর্মী জানান, রূপঙ্কর বাগচীর মন্তব‍্যকে সমর্থন করে না মিও আমোরে। তাই গ্রাহকদের কথা ভেবেই জিঙ্গেলটি সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ‍্যতে রূপঙ্করের সঙ্গে আর কখনো কাজ করা হবে না বলেও জানানো হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর