৭ টি প্ল্যাটফর্ম! প্রতিটি থেকেই যাওয়া যায় বড় জংশনে, এমন নজির শুধুমাত্র রয়েছে রাজ্যের এই স্টেশনে

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) যেসমস্ত গণপরিবহণ মাধ্যমগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম পরিবহণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, দেশ জুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই নিজেদের গন্তব্যে পৌঁছে যান। শুধু তাই নয়, সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা।

এদিকে, দেশ জুড়ে থাকা রেলের এই সুবিশাল নেটওয়ার্কে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি অনেকেরই অজানা। পাশাপাশি, সেগুলি রীতিমতো অবাক করে দেয় প্রত্যেককেই। এমনকি, অনেকে প্রতিদিন ট্রেনে চাপলেও সেই বিষয়গুলি সম্পর্কে অবগত নন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই এক বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করব।

This railway station of West Bengal has 7 platforms indian railways

মূলত, আজ আমরা আপনাদের কাছে এমন একটি স্টেশনের বিষয়ে জানাবো যেটি একটি অভিনব কারণের জন্য আর পাঁচটি স্টেশন থেকে আলাদা হয়ে রয়েছে। এমনকি সমগ্র রাজ্যে ওইরকম স্টেশন আর খুঁজে পাওয়া যাবে না। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে ওই বিশেষ স্টেশনটির নাম কি? জানিয়ে রাখি যে, ওই স্টেশনটি হল বর্ধমানের কাটোয়া জংশন।

আরও পড়ুন: “ভারতীয় সেনার প্রসঙ্গে মিথ্যে বলেছেন মুইজ্জু”, এবার মলদ্বীপের প্রাক্তন মন্ত্রী ফাঁস করলেন আসল সত্য

ইতিমধ্যেই ওই স্টেশনে কেন্দ্রীয় সরকারের “অমৃত ভারত প্রকল্প”-র অধীনে আধুনিকীকরণের কাজ জোরকদমে চলছে। পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব রেলের এই স্টেশনটিতে প্রতি মাসে প্রায় ৪ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এমতাবস্থায়, স্টেশনটিতে যে দৈনিক বিপুল ভিড় থাকে তা আর বলার অপেক্ষা রাখে না। এবারে আসি এই স্টেশনের বিশেষত্ব সম্পর্কে। উল্লেখ্য যে, কাটোয়া স্টেশন হল রাজ্যের একমাত্র রেলস্টেশন যেখানে ৭ টি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রত্যেকটিরই যথেষ্ট গুরুত্ব রয়েছে। মূলত, ওই ৭ টি প্ল্যাটফর্মের মাধ্যমে ৭ টিরও বেশি বড় স্টেশনে পৌঁছে যাওয়া যায়। সেগুলি হল, নৈহাটি, শিয়ালদহ থেকে শুরু করে আজিমগঞ্জ জংশন, রামপুরহাট, আহমেদপুর, হাওড়া, বর্ধমান জংশন এবং ব্যান্ডেল জংশন।

আরও পড়ুন: স্ত্রীর সাথে ঝগড়া করে বাজারে গিয়েই খুলল ভাগ্য! ৩০ টাকার লটারি কিনে কোটিপতি হলেন নাপিত

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কাটোয়া স্টেশনটিকে যাত্রীদের সুবিধার্থে রীতিমতো ঢেলে সাজানো হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আগামী দিনে এই স্টেশনের প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি সহ লিফটের ব্যবস্থাও থাকবে। এর পাশাপাশি স্টেশনে ঢোকার জন্য থাকবে ২ টি তোরণ। এর পাশাপাশি সেখানে থাকা পার্কিং জোনের আয়তনও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর