বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) দুই চ্যানেলেই চলছে একাধিক নন ফিকশন শো। জি বাংলায় বিকেল পাঁচটার স্লটে সম্প্রচারিত হয় ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) আর শনি-রবি রাত সাড়ে নটায় দেখা যায় ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। দিদি নাম্বার ওয়ান সিজনের ফর সিজন ধরে চললেও ডান্স বাংলা ডান্স সম্প্রচারিত হয় কয়েক বছর পর পর। এবারের সিজনটা একটু বেশিই স্পেশ্যাল, কারণ বহু বছর পর এই শোতে ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
বাংলায় প্রথম এই ডান্স রিয়েলিটি শো শুরু হয়েছিল মিঠুনের হাত ধরেই। শোয়ের জনপ্রিয়তা দেখে তারপর জাতীয় স্তরেও শুরু হয় ডান্স রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স। সেখানেই মহাগুরুর আসন নেন মিঠুন। ফলতঃ দীর্ঘদিন তাঁকে মিস করেছে বাংলার দর্শকরা। অবশেষে এই সিজনে ফিরেছেন অভিনেতা। সেই সঙ্গে বেড়েছে টিআরপিও।
তবে টিআরপির ক্ষেত্রে ডান্স বাংলা ডান্সের সবথেকে বড় প্রতিপক্ষ হল দিদি নাম্বার ওয়ান। বছরের পর বছর ধরে চললেও এই শোয়ের জনপ্রিয়তা অমলিন। রচনা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মা একাধিক বার ছাপিয়ে গিয়েছে মিঠুনকেও। দুই শোয়ের মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এবারে অদ্ভূত ভাবে দুটি রিয়েলিটি শোকেই পেছনে ফেলে এগিয়ে গেল অন্য একটি শো।
ডান্স বাংলা। ডান্স এবং দিদি নাম্বার ওয়ান ছাড়া স্টার জলসায় শুরু হয়েছে ‘ধন্যি মেয়ের উপাখ্যান’। সমাজের বিভিন্ন স্তরের রোজগেরে মহিলাদের স্টার্টআপ আইডিয়া সবার সামনে তুলে ধরার মঞ্চ এনে দিয়েছে শো। বাংলায় নতুন ধরণের ভাবনার এই শো শুধু এ সপ্তাহেই নয়, প্রায় প্রতি সপ্তাহেই টেক্কা দিচ্ছে জি এর নন ফিকশন শোগুলিকে। এ সপ্তাহে ডান্স বাংলা ডান্সের ঝুলিতে রয়েছে ৫.২ নম্বর আর দিদি নাম্বার ওয়ান তুলতে পেরেছে ৫.৫। সেখানে স্টারের ফিকশন শোয়ের দখলে রয়েছে যথাক্রমে ৬.৪ এবং ৫.৫।
নাচ গানের রিয়েলিটি শোয়ের ক্ষেত্রে বরাবর জি এর কাছে হেরেছে স্টার জলসা। এমনকি সিরিয়ালের টিআরপির দিক দিয়েও এগিয়ে রয়েছে জি বাংলা। তবে স্টারের এই শো যে দর্শকরা খুবই পছন্দ করছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে টিআরপি থেকেই।