যাত্রীরা হয়ে যান সতর্ক! এবার আগামী মাস থেকেই বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর এই নিয়মটি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শহর কলকাতা জুড়ে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল মেট্রো (Kolkata Metro)। যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মেট্রোর যাত্রী সংখ্যা। তবে, এবার কলকাতা মেট্রোর একটি নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এমতাবস্থায়, আপনিও যদি মেট্রোতে নিয়মিত যাতায়াত করেন সেক্ষেত্রে অবশ্যই এই নিয়মটি আপনাকে জেনে রাখতে হবে।

মূলত, মেট্রোর এই নয়া নিয়মটি হল স্মার্ট কার্ড সম্পর্কিত। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার নতুন স্মার্ট কার্ড করার ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে যাত্রীদের। মূলত, এতদিন যাবৎ নতুন স্মার্ট কার্ড কেনার ক্ষেত্রে যাত্রীদের খরচ করতে হত ১২০ টাকা। যার মধ্যে এই কার্ড বাবদ মেট্রো কর্তৃপক্ষ নিত ৮০ টাকা। পাশাপাশি বাকি অর্থের সঙ্গে মেট্রোর তরফে দেওয়া ১০ শতাংশ ভাড়া হিসেবে ব্যবহার করতে পারতেন যাত্রীরা।

কিন্তু এবার ওই নিয়মেই বদল আসতে চলেছে। জানা গিয়েছে, এবার স্মার্ট কার্ডের জন্য খরচ করতে হবে ১৫০ টাকা। অর্থাৎ, আগের তুলনায় ৩০ টাকা বেশি দিতে হবে। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, কেন হঠাৎ দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল?

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে, অনেক সময় দেখা গেছে যে, ১২০ টাকা দেওয়ার ক্ষেত্রে যাত্রীদের খুচরোর সমস্যা হয়। ঠিক তেমনই খুচরো ফেরত দিতেও সমস্যা হয় মেট্রো কর্তৃপক্ষেরও। আর ওই সমস্যাকে দূর করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। পাশাপাশি, জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই লাগু হয়ে যাচ্ছে এই নতুন নিয়ম।

উল্লেখ্য যে, বর্তমানে যাত্রীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ অনলাইনেই স্মার্ট কার্ড রিচার্জের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি প্রতিটি স্টেশনেই স্মার্ট কার্ড রিচার্জের জন্য রয়েছে আলাদা মেশিনও। অর্থাৎ এখন আর কাউন্টারের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানোর দরকার হয় না যাত্রীদের।

kolkatametro pti1

এদিকে, মেট্রোর তরফে এই প্রসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে, স্মার্ট কার্ড কেনার ক্ষেত্রে যাত্রীদের ১৫০ টাকা খরচ হলেও আদৌ কোনো লোকসান হবে না। এর কারণ হল তাঁদের প্রাপ্য সুবিধা একই থাকছে। অর্থাৎ, বর্তমানে ১৫০ টাকা থেকে আগের নিয়মের মতোই ৮০ টাকা কেটে নেওয়া হবে কার্ডের জন্য। পাশাপাশি বাকি অর্থ এবং ১০ শতাংশ অতিরিক্ত অর্থ পাবেন যাত্রীরা। অর্থাৎ, অতিরিক্ত অর্থ স্মার্ট কার্ডেই থেকে যাবে। যেটিকে সফরের সময় কাজে লাগাতে পারবেন যাত্রীরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর