বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাশিয়ান তেল কোম্পানি রোসনেফ্ট দ্বারা প্রবর্তিত নায়ারা এনার্জি ভারতে (India) ৭০,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। এর পাশাপাশি, তারা ইউরোপিয় ইউনিয়ন (EU) কর্তৃক আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞাগুলিকে অন্যায্য এবং ভারতের স্বার্থের জন্য ক্ষতিকারক বলে বর্ণনা করেছে।
ভারতে (India) ৭০,০০০ কোটি টাকা বিনিয়োগ করছে রাশিয়ার এই কোম্পানি:
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপিয় ইউনিয়ন কর্তৃক আরোপিত ১৮ তম নিষেধাজ্ঞার প্যাকেজ গত সপ্তাহে অনুমোদিত হয়েছে। যার লক্ষ্য ছিল রাশিয়ার রাজস্ব উৎস দুর্বল করা। এদিকে, ওই নিষেধাজ্ঞার শিকার হওয়া কোম্পানিগুলির মধ্যে নায়ারা এনার্জি অন্যতম।
কোম্পানিটি ইতিমধ্যেই জানিয়েছে যে, একাধিক ইউরোপিয় দেশ বিভিন্ন উৎস থেকে রাশিয়ান জ্বালানি আমদানি অব্যাহত রাখলেও, ইউরোপিয় ইউনিয়ন রাশিয়ান অপরিশোধিত তেল প্রসেস করা একটি ভারতীয় (India) ইউনিটকে শাস্তি দিচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রোসনেফ্টের ৪৯.১৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে নায়ারা এনার্জিতে। যা পূর্বে এসার অয়েল লিমিটেড নামে পরিচিত ছিল।
আরও পড়ুন: সহজ হবে না ম্যানচেস্টার টেস্ট! ইংল্যান্ডের এই ৫ খেলোয়াড়কে ঘিরেই চিন্তা বাড়ছে ভারতের
কোম্পানিটি গুজরাটে একটি তেল শোধনাগার পরিচালনা করে: নায়ারা গুজরাটের (India) ভাদিনারে বার্ষিক ২০ মিলিয়ন টন ক্ষমতাসম্পন্ন একটি তেল শোধনাগার এবং দেশজুড়ে ৬,৭৫০ টিরও বেশি পেট্রোল পাম্প পরিচালনা করে। বিনিয়োগ গোষ্ঠী কেসানি এন্টারপ্রাইজেসের কোম্পানি নায়ারায় ৪৯.১৩ শতাংশ শেয়ার রয়েছে।
আরও পড়ুন: ২০২৮-এর অলিম্পিকে ক্রিকেট যুদ্ধে মুখোমুখি হতে পারবে না ভারত-পাকিস্তান? কী বলছে রিপোর্ট?
এদিকে, কেসানির মালিকানা রয়েছে রাশিয়ার ইউনাইটেড ক্যাপিটাল পার্টনারস (UCP) এবং হারা ক্যাপিটাল সার্লের কাছে। সম্প্রতি, খবর এসেছে যে রোসনেফ্ট তার অংশীদারিত্ব বিক্রি করে এই শোধনাগার থেকে বেরিয়ে আসতে চায়।