বাংলাহান্ট ডেস্ক : আর ঠিক দুমাস পরেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রথের পর থেকেই পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ছোটবড় পুজোগুলি থিম ভাবনা শুরু করে দিয়েছে। এদিকে ব্যস্ততা বেড়েছে টেলিভিশন (Serial) চ্যানেলগুলিও। মহালয়ার দিন ভোরেই বিভিন্ন সিরিয়ালের চ্যানেলে অনুষ্ঠিত হয় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান। তার জন্য অভিনেতা অভিনেত্রী বাছাই, শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে কোন চ্যানেলে কাকে দেখা যাবে দুর্গা হিসেবে।
সিরিয়ালের (Serial) চ্যানেলের মহালয়ায় ফিরছেন অভিনেত্রী
শুধু সিরিয়াল (Serial) নয়, মহালয়ার ক্ষেত্রেও হাড্ডাহাড্ডি টক্কর চলে জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলার মতো চ্যানেলের মধ্যে। এই তালিকায় এবার জুড়তে চলেছে আরও এক চ্যানেলের নাম। এই প্রথম বার মহালয়ার অনুষ্ঠান করতে চলেছে সান বাংলা। সিরিয়ালের (Serial) জন্য জনপ্রিয় এই চ্যানেলের হাত ধরেই দুর্গা রূপে কামব্যাক করছেন অভিনেত্রী পায়েল দে।
কী বললেন পায়েল: ছোটপর্দা এবং বড়পর্দার অতি পরিচিত মুখ পায়েল। এর আগেও দুর্গা রূপে দেখা গিয়েছিল তাঁকে। সেটা ছিল ২০১৭ সালে। তারপর এতদিন পর আবারও দুর্গা রূপে দেখা যাবে তাঁকে। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। চ্যানেলকে (Serial) ধন্যবাদ জানিয়ে পায়েল বলেন, প্রত্যেক নৃত্যশিল্পীর জীবনেই মহিষাসুরমর্দিনী করার ইচ্ছা থাকে। এটা তাঁর কাছে স্বপ্নপূরণের মতোই।
আরও পড়ুন : ফিরছে একাত্তরের স্মৃতি? রংপুরে ১৮ টি হিন্দু বাড়ি লুঠপাট-ধ্বংস, আতঙ্কে ঘর ছাড়া শতাধিক হিন্দু পরিবার
চলছে রিহার্সাল: পায়েল আরও জানান, বর্তমানে তাঁরা রিহার্সালের ধাপে রয়েছেন। পৌরাণিক গল্প এবং আধুনিকতার মেলবন্ধনে তৈরি হচ্ছে এই অনুষ্ঠান। এছাড়াও চ্যানেলের বিভিন্ন অভিনেত্রীরাও থাকছেন বিভিন্ন ভূমিকায়। কে কোন চরিত্রে থাকছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : বিশ্ব জুড়ে হাহাকার, বাজছে সুনামির সাইরেন! শুধু রাশিয়া-জাপান নয়, কোন কোন শহর ডুববে জলের তলায়?
প্রসঙ্গত, পায়েলকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সান বাংলারই সিরিয়াল (Serial) ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে। এতদিন পর পায়েলকে আবারও দুর্গা রূপে পায়েলকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।