আশঙ্কাই সত্যি হল, জল্পনার মাঝেই মাত্র ৯ মাসে শেষ জনপ্রিয় সিরিয়াল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় বিভিন্ন সিরিয়াল নিয়ে চর্চা অব্যাহত। এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’। নায়ক নায়িকার দ্বন্দ্বের জেরে সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। এই চর্চার মাঝেই আচমকা গল্পে ইতি টানল আরেক ধারাবাহিক (Serial)। বছর ঘোরার আগে চুপিসারেই শেষ হয়ে গেল একসময়ের জনপ্রিয় সিরিয়াল।

বছর ঘোরার আগেই শেষ সিরিয়াল (Serial)

বর্তমানে মেগা সিরিয়ালগুলি বেশিরভাগই মাত্র কয়েক মাস যেতে না যেতেই শেষ করে দেওয়া হচ্ছে। দর্শক টানতে না পারায় টিআরপির অভাবে অনেক ধারাবাহিকই (Serial) সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। এই তালিকায় নতুন যোগ হল ‘শোলক সারি’র নাম। মাত্র ৯ মাস হতে না হতেই শেষ করে দেওয়া হল সান বাংলার ধারাবাহিকটি।

This serial end in 9 months

মন খারাপ দর্শকদের: খ্যাতনামা প্রযোজনা সংস্থা ব্লুজ প্রোডাকশনের অন্যান্য সিরিয়ালগুলি বেশ রমরমিয়ে চললেও শোলক সারির মেয়াদ ছিল মাত্র ৯ মাস। ধারাবাহিক শেষের খবর জানিয়েছেন পর্দার সার্থক ওরফে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। স্টুডিওতে সিরিয়াল চলাকালীন নানান মুহূর্ত শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘ফির মিলেঙ্গে চলতে চলতে। ধন্যবাদ ব্লুজ প্রোডাকশন, ধন্যবাদ সান বাংলা আমাদের শোলক সারি উপহার দেওয়ার জন্য। সাইনিং অফ সার্থক মুখার্জি’।

আরও পড়ুন : শীত পড়তেই থিকথিকে ভিড় দিঘায়, দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল

কেন শেষ হল সিরিয়াল: সিরিয়াল শুরুর পরপরই বেশ ভালো প্রতিক্রিয়া মিলেছিল দর্শকদের। টিআরপিও মন্দ উঠছিল না ধারাবাহিকের। মাত্র কদিনেই চ্যানেলের টিআরপি টপার হয়ে উঠেছিল সিরিয়ালটি (Serial)। কিন্তু হঠাৎ করে কেন শেষ করে দেওয়া হল সিরিয়ালটি তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন : ভোগান্তির নাম ব্লু লাইন, ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাটে তিতিবিরক্ত যাত্রীরা

সিরিয়ালে নায়ক সার্থকের ভূমিকায় দেখা গিয়েছে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। তাঁর বিপরীতে দুই নায়িকাই ছিলেন নবাগতা। সুকন্যা চক্রবর্তী (মুখ্য নায়িকা) এবং সুস্মিতা অধিকারীকে দেখা গিয়েছিল ধারাবাহিকে। এই সিরিয়ালের বদলে শুরু হচ্ছে ‘সোহাগে আদরে’। ২৪ নভেম্বর থেকে রাত সাড়ে আটটায় দেখা যাবে এই নতুন সিরিয়াল।