চিনের প্রতি মোহভঙ্গ! এবার মলদ্বীপেও শুরু হবে এই পরিষেবা, সম্পন্ন হল মৌ স্বাক্ষর

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরে ভারত এবং মলদ্বীপের (Maldives) সম্পর্ক যথেষ্ট প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, ওই দ্বীপরাষ্ট্র ইতিমধ্যেই এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যেগুলি বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মলদ্বীপ (Maldives) ওই দ্বীপরাষ্ট্রে UPI পেমেন্ট চালু করার জন্য ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই তথ্য উপস্থাপিত করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে, এই চুক্তিটি মলদ্বীপের পর্যটন শিল্পে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

মূলত, মলদ্বীপে (Maldives) বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তিন দিনের সফর চলাকালীন গত শুক্রবার এই মৌ স্বাক্ষরিত হয়। এমতাবস্থায়, এস জয়শঙ্কর “এক্স” মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, “ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) এবং মলদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রক মলদ্বীপে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার জন্য একটি মৌ স্বাক্ষর করেছে।”

   

This service will also start in Maldives.

প্রসঙ্গত উল্লেখ্য, UPI অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা তৈরি এমন একটি সিস্টেম যেটি মোবাইলের মাধ্যমে ব্যবহার করা যায়। এটি খুব সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে অর্থ প্রদানের সুবিধা প্রদান করে। এই পরিষেবাই এবার শুরু হবে মলদ্বীপে (Maldives)।

আরও পড়ুন: ৬ গুণ বাড়ল খরচ! এবার ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলেই পকেটে পড়বে টান, কত লাগবে ফি?

এদিকে, মলদ্বীপের (Maldives) বিদেশমন্ত্রী মুসা জামিরের সাথে দেখা করার পরে একটি সংবাদিক সম্মেলনে এস জয়শঙ্কর জানান, ভারত UPI-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের বিশ্বে একটি বিপ্লব এনেছে। UPI-এর সাহায্যে ভারতে আর্থিক অন্তর্ভুক্তি একটি নতুন স্তরে পোঁছে গেছে। তিনি বলেন, “বিশ্বের রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট লেনদেনের ৪০ শতাংশ আমাদের দেশে হয়।” জয়শঙ্কর আরও জানান, “আমরা আমাদের জীবনে প্রতিদিন এই বিপ্লব দেখতে পাই। আমি খুশি যে আজ এই মৌ স্বাক্ষরের মাধ্যমে আমরা মলদ্বীপে এই ডিজিটাল উদ্ভাবনের দিকে পদক্ষেপ গ্রহণ করেছি।”

আরও পড়ুন: হাঁ করে তাকিয়ে দেখল চিন! বিরাট নজির গড়ল Jio, গোটা দেশ করছে ধন্য ধন্য

জয়শঙ্কর জানান যে, “আমি এই চুক্তির জন্য অভিনন্দন জানাই এবং আশা করি খুব শীঘ্রই এখানে (মলদ্বীপ) UPI-এর মাধ্যমে লেনদেন শুরু হবে। এই সুবিধাটি পর্যটন ক্ষেত্রে খুব ইতিবাচক প্রভাব ফেলবে।”। প্রসঙ্গত উল্লেখ্য যে, মলদ্বীপের (Maldives) অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান উৎস হল পর্যটন সেক্টর। দেশের GDP-তে এর অবদান হল ৩০ শতাংশ। পাশাপাশি, ওই দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ৬০ শতাংশ আসে পর্যটন সেক্টর থেকেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর