ডিসেম্বরে বিয়ের সানাই, জীবনের নতুন ইনিংস শুরু করলেন জলসার নায়িকা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে বিয়ের সানাই টেলিপাড়ায়। আমরা আগেই জানিয়েছিলাম, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিরিয়ালের (Serial) জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। গুঞ্জনই হল সত্যি। মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন ‘খুকুমণি হোম ডেলিভারি’ অভিনেত্রী দীপান্বিতা। কার সঙ্গে বিয়ে হল অভিনেত্রীর?

বিয়ে সারলেন সিরিয়ালের (Serial) অভিনেত্রী

এখনই অবশ্য সামাজিক বিয়ে করেননি দীপান্বিতা। আপাতত আইনি বিয়ে সেরে রেখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের বিশেষ দিনের ছবি শেয়ার করতেই ভাইরাল নেটপাড়ায়। এদিন রূপোলি রঙের শাড়ি আর মানানসই গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। মাথার খোঁপায় লাল গোলাপ গুঁজেছেন। পাশে রঙমিলান্তি পাঞ্জাবিতে দেখা গেল পাত্রকে।

This star jalsha serial actress got married

ছবি ভাইরাল অভিনেত্রীর: পোস্টের ক্যাপশনে দীপান্বিতা লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে বিবাহিত, ১৫/১২/২০২৫’। আইনি বিয়ের দিনই আংটি বদলও সেরেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করতেই শুভেচ্ছা জানিয়েছেন দীপান্বিতার সহকর্মী থেকে অনুরাগীরাও।

আরও পড়ুন : খসড়া তালিকায় নাম উঠেছে, কিন্তু তথ্যে ভুল! বাড়িতে বসেই করুন সংশোধন

হবু বরের পরিচয়: জানা যাচ্ছে, দীপান্বিতার (Serial) হবু বর নাকি পেশায় একজন পশু চিকিৎসক। পোষ্যদের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সূত্রেই নাকি আলাপ দুজনের। সেই আলাপ এবার গড়াল বিয়েতে। জানা যাচ্ছে, দীপান্বিতা এবং তাঁর হবু স্বামী দুজনেই বাঁকুড়ার বাসিন্দা।

আরও পড়ুন : খসড়া তালিকা শুধুই ‘ট্রেলার’, শুনানির প্রস্তুতি শুরু, কী হতে চলেছে এবার?

প্রসঙ্গত, এই মুহূর্তে কাজ নিয়েও বেশ ব্যস্ত দীপান্বিতা। আগামীতে স্টার জলসার নতুন সিরিয়াল ‘আমি শুধু চেয়েছি তোমায়’তে দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে রয়েছেন শুভ্রজিৎ সাহা। ইতিমধ্যেই লুক টেস্ট সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই সিরিয়ালের শুটও শুরু হয়ে যাবে বলে খবর।