বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় লাগাতার ভালো ফল করছে জি বাংলা। প্রায় বেশিরভাগ সিরিয়ালই (Serial) ভালো নম্বর তুলছে এই চ্যানেলের। বিশেষ করে প্রাইম স্লটের ক্ষেত্রে জলসার অধিকাংশ সিরিয়াল পাত্তাই পাচ্ছে না জি বাংলার কাছে। তাই এবার টিআরপি ধরতে বড় চমক নিয়ে আসছে সিরিয়াল (Serial) গুলি।
টিআরপি কম একাধিক সিরিয়ালের (Serial)
ইতি মধ্যেই টিআরপি কম থাকায় কারণে শেষ হতে বসেছে স্টার জলসার ‘উড়ান’ সিরিয়ালটি (Serial)। লাগাতার স্লটহারা থাকায় ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। ওই পরিণতি যাতে বাকিদের না হয় তাই এবার পরপর টুইস্ট নিয়ে আসছে সিরিয়াল গুলি (Serial)। এবার উত্তেজনায় ভরা পর্ব আনল স্টার জলসার জনপ্রিয় মেগা।
টিআরপির দেখা নেই সিরিয়ালে: স্টার জলসায় ‘গৃহপ্রবেশ’ সিরিয়ালটি (Serial) ভিন্ন ধরণের গল্প নিয়ে শুরু হলেও এখনো পর্যন্ত টিআরপি তালিকায় তেমন ছাপ ফেলতে পারেনি। বিপরীতে ‘কোন গোপনে মন ভেসেছে’র থেকে ক্রমেই টিআরপির দূরত্ব বাড়ছে গৃহপ্রবেশের। এর আগে ভ্যালেন্টাইনস ডে তে রোম্যান্টিক পর্ব এনেও বিশেষ সুবিধা করতে পারেনি সিরিয়ালটি (Serial)। তাই এবার টানটান চমকে মোড়া পর্ব আনলেন নির্মাতারা।
আরো পড়ুন : দর্শকদের মুখে ফুটবে হাসি, গল্প ফুরোতেই চ্যানেল বদলে নতুন মেগায় ফিরছেন “টপার” নায়িকা
কী চলছে ধারাবাহিকে: সম্প্রতি সিরিয়ালে (Serial) দেখা যায়, আবারো প্যানিক অ্যাটাক হয়েছে ডোনার। তবে শুভলক্ষ্মী তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। আদৃতও বউকে প্রশংসায় ভরিয়ে দেয়। এদিকে পরদিন রোমিতের রেজাল্ট বেরোলে দেখা যায়, সে ফের ফেল করেছে। রোমিতের বাবা রাগারাগি শুরু করলে শুভলক্ষ্মী আসে তাকে শান্ত করতে। কিন্তু তাতে কোনো লাভ হয় না। শুভ রোমিতকে (Serial) বোঝানোর চেষ্টা করলে দেখা যায়, ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে।
আরো পড়ুন : হিসেব উলটে দিল জি বাংলা, ৫ নয়, ৬ মাসের এই সিরিয়ালের গল্প শেষ করছে চ্যানেল!
বাকিরা সকলে আপত্তি করলেও শুভ সকলকে বোঝালে রোমিত বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এরপরেই শুভর শাশুড়ি তাকে কটাক্ষ করেন। পালটা শুভলক্ষ্মী উত্তর দিলে তিনি চড় মারতে আসেন শুভকে। তবে সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলে শুভলক্ষ্মী। এদিনের পর্বে টানটান উত্তেজনায় ভরা থাকায় অনেকেই আশা করছেন, এবার সম্ভবত টিআরপিতে কিছুটা হেরফের হতে পারে সিরিয়ালে (Serial)।