ভারত হবে সেমিকন্ডাক্টর হাব! প্ল্যান্ট তৈরির জন্য টাটা গ্রুপ সহ আরেকটি সংস্থাকে ১৮৮ একর জমি দিল এই রাজ্য

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গুজরাট (Gujarat) সরকার ওই রাজ্যকে ভারতের (India) সেমিকন্ডাক্টর হাব (Semiconductor Hub) হিসেবে বিবেচিত করার লক্ষ্যে টাটা গ্রুপ (Tata Group) এবং সিজি পাওয়ারকে (CG Power) ১৮৮ একর জমি বরাদ্দ করেছে। মূলত, ওই রাজ্যের সরকার ৯১,০০০ কোটি টাকার আনুমানিক বিনিয়োগে দেশের প্রথম মেগা সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট স্থাপনের জন্য টাটা গ্রুপকে ধলেরায় প্রায় ১৬০ একর জমি বরাদ্দ করেছে। এই প্রসঙ্গে বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুসারে, সিজি পাওয়ারকে সানন্দে ২৮ একর জমি দেওয়া হয়েছে। ওই সংস্থাটি প্রায় ৭,৬০০ কোটি টাকা ব্যয়ে একটি ATMP প্ল্যান্ট স্থাপন করছে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, উভয় প্রকল্পের ভূমিপুজোর অনুষ্ঠান আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে সিনিয়র রাজনৈতিক নেতা এবং সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, টাটা সন্সের (Tata Sons) সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা টাটা ইলেক্ট্রনিক্স (Tata Electronics) গত ২৯ ফেব্রুয়ারি ঘোষণা করে যে তারা ধলেরাতে ভারতের প্রথম AI-ভিত্তিক সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি করতে পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন (PSMC)-এর সাথে অংশীদারিত্ব করেছে।

This state gave 188 acres of land for setting up a semiconductor plant

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্টকে সাধারণত “ফ্যাবস” বলা হয়। এই প্রকল্পটি ২০,০০০-এরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, সেমিকন্ডাক্টর ফ্যাবের প্রতি মাসে ৫০,০০০ পর্যন্ত ওয়েফার উৎপাদনের ক্ষমতা থাকবে। উল্লেখ্য যে, ওয়েফার হল একটি পাতলা, গোলাকার সেমিকন্ডাক্টর মেটিরিয়াল। যেটি সাধারণত জার্মেনিয়াম বা সিলিকন থেকে তৈরি করা হয়। এটি চিপস তৈরির জন্য বেস হিসেবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: গুগলের থেকে ডেটা চুরি, ধরা পড়ল চালাক চিনের চিটিংবাজি! মুখ পুড়ল ড্রাগনের

জানা গিয়েছে, ধলেরাতে ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং সহ উন্নত ফ্যাক্টরি অটোমেশন ক্ষমতার স্থাপন করা হবে। যার ফলে ওই ফ্যাক্টরির এফিসিয়েন্সিকে সমগ্র শিল্পে সবথেকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে। মূলত এই প্ল্যান্টটি অটোমেটিভ, কম্পিউটিং এবং ডেটা স্টোরেজ, ওয়ারলেস কমিউনিকেশন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ক্ষেত্রে চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চিপগুলি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, ডিসপ্লে ড্রাইভার, মাইক্রোকন্ট্রোলার (এমসিইউ), এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিং লজিক সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: মহিলাদের জন্য সম্পদের চাবিকাঠি হয়ে উঠবে এই স্কিমগুলি! Women’s Day-তেই করে ফেলুন বিনিয়োগ

এদিকে, মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস, সানন্দে একটি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং ফ্যাসিলিটি স্থাপনের জন্য দু’টি বিদেশি সংস্থা-রেনেসাস এবং স্টারস মাইক্রোইলেক্ট্রনিক্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এদিকে, টাটা গ্রুপ এবং সিজি পাওয়ার ছাড়াও, আমেরিকান সেমিকন্ডাক্টর কোম্পানি, মাইক্রন গুজরাটে ২২,৫১৬ কোটি টাকা ব্যয়ে একটি চিপ অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর