এক বছরেরও কম সময়ে বাজিমাত টাটার, তৈরি করল ৪৯৩ কোটি টাকার মোবাইলের যন্ত্রাংশ

বাংলা হান্ট ডেস্ক: এবার একদম স্বল্প সময়ের মধ্যেই বিরাট নজির তৈরি করে ফেলল টাটা গ্ৰুপের (Tata Group) অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা টাটা ইলেক্ট্রনিক্স (Tata Electronics)। মূলত, বছরখানেক আগেই বৈদ্যুতিক যন্ত্রাংশের উৎপাদন শিল্পে পা রেখেছে এই সংস্থা। তারমধ্যেই নিজেদের ব্যবসার বিস্তার ঘটানোর পাশাপাশি উৎপাদনের দিক থেকেও নজির গড়েছে সংস্থাটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৩ অর্থবর্ষে টাটা ইলেক্ট্রনিক্স ৪৯৩ কোটি টাকার মোবাইল যন্ত্রাংশ উৎপাদন করেছে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, টাটা ইলেক্ট্রনিক্স গত বছর থেকে বৈদ্যুতিক যন্ত্রাংশের উৎপাদনের ক্ষেত্রে প্রবেশ করলেও ইতিমধ্যেই তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে সংস্থাটি ফক্সকন এবং ডিক্সন-এর মতো অভিজ্ঞতাসম্পন্ন ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডগুলিকেও পেছনে ফেলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, টাটা ইলেক্ট্রনিক্স মূলত মোবাইলের আউটার যন্ত্রাংশ তৈরি করে থাকে।

This Tata company made mobile parts worth 493 crore rupees

অর্থাৎ, সহজ কথায় মোবাইলের যে বাইরের যান্ত্রিক অংশে ইলেকট্রনিক্স এবং মোবাইল ফোনের বিভিন্ন মডিউল রাখা হয় সেটাই তৈরি করে সংস্থাটি। পাশাপাশি, এই সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এই ধরণের যন্ত্র বানানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিও দেশীয়ভাবে প্রস্তুত করেছে তারা।

আরও পড়ুন: ফের বড় সিদ্ধান্ত! দেশের ৭৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেবে মোদী সরকার, এভাবে করুন আবেদন

জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই টাটা ইলেক্ট্রনিক্স কর্ণাটকে অবস্থিত উইস্ট্রনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অধিগ্রহণ করতে চলেছে। যার জন্য টাটা গ্রুপকে খরচ করতে হবে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি টাকা। পাশাপাশি, এই কারখানায় ১০,০০০-এরও বেশি কর্মসংস্থান ঘটবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শুধু DA নয়, এবার মিলবে বোনাসও! কর্মচারীদের জন্য বড় ঘোষণা সরকারের, কারা পাবেন এই সুবিধা?

বর্তমানে টাটা ইলেক্ট্রনিক্সের উৎপাদন কেন্দ্রটি তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় অবস্থিত রয়েছে। পাশাপাশি, সংস্থাটি এই মুহূর্তে তাদের এই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ করার প্রতিও বিশেষভাবে নজর দিচ্ছে। তবে, এর জন্য অনুমানিক খরচের সম্ভাবনা হল ৩,৪০০ কোটি টাকা। যেকারণে টাটা ইলেক্ট্রনিক্স সম্প্রতি টার্ম লোনের মাধ্যমে ৩০০ কোটি টাকারও সংগ্রহ করে ফেলেছে বলেও জানা গেছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর