বাংলাহান্ট ডেস্ক : পড়াশোনার শেষ করেই বেশিরভাগ মানুষ চাকরির খোঁজ শুরু করেন। শুধু তাই নয়, এক চাকরি থেকে অন্য চাকরিতেও অনেকেই যান। তাই গোটা দেশে চাকরি প্রার্থীর সংখ্যাটা নেহাত কম নয়। এই দৌড়ে নিজেকে সেরার সেরা প্রমাণ করতে না পারলে ভাগ্যে চাকরি থাকাই মুশকিল হয়ে দাঁড়ায়।
এবার চাকরি মানেই ইন্টারভিউ (Interview) প্যানেলে কঠিন প্রশ্নের মুখোমুখি। তবে বহু ক্ষেত্রেই দেখা যায়, ইন্টারনেটের (Internet) সৌজন্যে বেশ কিছু প্রশ্ন ভাইরাল হয়ে যায়। প্রশ্নগুলো বেশ বিভ্রান্তিকর হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য। কিন্তু দেখুন তো এখানে দেওয়া প্রশ্নের কতগুলো বলতে পারেন আপনি।
১) দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়?
:- শ্রীলঙ্কাকে।
২) মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
:- নেপাল।
৩) কোন জিনিস যা জ্বলে না, বা ডোবে না?
:- বরফ।
৪) কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
:- ওড়িশার কটক শহরে।
৫) ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল কোনটি?
:- ভারতের প্রথম ফাইভ স্টার হোটেল হলো তাজ হোটেল।
৬)ভারতের ‘আইনস্টাইন’ কাকে বলা হয়?
:- সত্যেন্দ্রনাথ বসু।
৭) ভারতের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি?
:- ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হল বরিবন্দর, যা আজ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে পরিচিত।
৮) কোন প্রাণী দুধ এবং ডিম উভয়ই দেয়?
:- প্লাটিপাস এবং একটিনা উভয়ই স্তন্যপায়ী। তবে এরা ডিমও পাড়ে ।
৯) মায়ানমারের মুদ্রার নাম কি?
:- কিয়াত।
১০) কোন প্রাণী এক সপ্তাহ শ্বাস ধরে রাখতে পারে?
:- বিছে হল এমন একটি প্রাণী যে এক সপ্তাহ ধরে শ্বাস ধরে রাখতে পারে।
১১) ভারতের প্রথম বিমানবন্দর কোনটি?
:- এলাহাবাদ।
১২) ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় রয়েছে?
:- ৩২৬ ধারা।
১৩) বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়?
:- ১১ জুলাই।
১৪) পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি?
:- নিউইয়র্ক।
১৫) কী এমন জিনিস যা ডান হাত দিয়ে ধরা যায়, কিন্তু বাম হাত দিয়ে ধরা যায় না?
:- আপনি আপনার ডান হাত দিয়ে বাম হাতকে ধরতে পারবেন, কিন্তু বাম হাত দিয়ে বাম হাতকে ধরতে পারবেন না।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা