বাংলা হান্ট ডেস্ক: দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে RBI (Reserve Bank Of India)-এর কিছু নিয়ম রয়েছে। যেগুলিকে সঠিকভাবে মেনে চলতে হয় প্রতিটি ব্যাঙ্ককেই। পাশাপাশি, এইদিকে কড়া নজরও থাকে কেন্দ্রীয় ব্যাঙ্কের। যখনই কোনো ব্যাঙ্ক নিয়মের অমান্য করে সেক্ষেত্রে তৎক্ষণাৎ অ্যাকশন নেয় RBI। শুধু তাই নয়, করা হয় বিপুল অঙ্কের জরিমানাও। এমতাবস্থায়, এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দেশের বেশ কিছু বড় ব্যাঙ্ককে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত, নির্দেশিকা সম্পর্কিত নিয়মগুলি মেনে না চলার জন্যই এহেন পদক্ষেপ গ্রহণ করেছে RBI। তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র মতো বড় ব্যাঙ্কও। এছাড়াও, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক সহ ইন্ডিয়ান ব্যাঙ্কের ওপরেও জরিমানা আরোপ করা হয়েছে।
এই প্রসঙ্গে RBI-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, ওই ব্যাঙ্কগুলির অগ্রিম লোন সংক্রান্ত নিয়মে গরমিলের জেরে এই জরিমানা আরোপ করা হয়েছে। মূলত, ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড স্কিমের কিছু নিয়ম না মেনে চলার জন্য বিপুল জরিমানার সম্মুখীন হয়েছে এই তিন ব্যাঙ্ক।
আরও পড়ুন: ফের বড়সড় দুর্নীতির আশঙ্কা! MBBS কোর্সের ভর্তিতে অনিয়মের অভিযোগে বিরাট অ্যাকশন বিচারপতির
কোন ব্যাঙ্কের ওপর কত জরিমানা: এমতাবস্থায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর ১.৩ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি, ইন্ডিয়ান ব্যাঙ্কের ওপর ১.৬২ কোটি টাকা ও পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ভুলে যান চাকরির চিন্তা! এবার বাড়িতে বসেই প্রতি মাসে ৯০,০০০ টাকা রোজগারের সুযোগ দিচ্ছে SBI
এছাড়াও, RBI-এর তরফে Fedbank Financial Services Ltd-কেও জরিমানা করা হয়েছে। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ হল ৮.৮০ লক্ষ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য যে, জালিয়াতি প্রতিরোধ সম্পর্কিত কিছু নিয়ম মেনে না চলার জন্য নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির (NBFC) ওপর জরিমানা আরোপ করে RBI। এছাড়াও, সম্প্রতি চারটি কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপরেও জরিমানা আরোপ করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে