পড়ুয়াদের জন্য বিরাট সুখবর! এবার টাটার এই স্কলারশিপে আবেদন করে পেয়ে যান ৫০,০০০ টাকা পর্যন্ত

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক পড়ুয়াই চান কোনো একটি ভালো স্কলারশিপের মাধ্যমে তাঁর পড়াশোনার খরচ চালাতে। এমতাবস্থায়, আপনি যদি একটি ভালো স্কলারশিপের সন্ধান করছেন তাহলে বর্তমান প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি, এই স্কলারশিপে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতকস্তর পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।

মূলত, বর্তমান প্রতিবেদনে আমরা Tata Capital Pankh Scholarship-এর প্রসঙ্গটি উপস্থাপিত করব। পাশাপাশি, এই স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত বিবরণ উপস্থাপিত করা হল।

The Tata Capital Pankh Scholarship:
প্রধানত, এই স্কলারশিপের মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত পড়ুয়াদের সর্বোচ্চ ৫০,০০০ টাকা দেওয়া হয়। মোট তিনটি ভাগে স্কলারশিপটি বিভক্ত রয়েছে। সেগুলি হল:

১. যে সকল ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছে তারা The Tata Capital Pankh Scholarship Programme for Class 6 to 12 Students-এ আবেদন করতে পারবে।

২. যে সকল পড়ুয়ারা B.Sc, B.Com, B.B.A, B.A, ডিপ্লোমা, পলিটেকনিকের মত কোর্স করছেন তাঁরা The Tata Capital Pankh Scholarship Programme for General Undergraduate Courses-এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

৩. এছাড়াও, যাঁরা দেশের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইনের মত প্রফেশনাল কোর্সে পড়ছেন তাঁরা The Tata Capital Pankh Scholarship Programme for Professional Undergraduate Courses-এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে?
মূলত, এই স্কলারশিপের মাধ্যমে সংশ্লিষ্ট পড়ুয়ারা যে নির্দিষ্ট কোর্সটিতে পড়ছেন সেই কোর্সের টিউশন ফি’র ৮০ শতাংশ পর্যন্ত পাবেন। সেই অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত পড়ুয়ারা সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত পাবে। পাশাপাশি, সাধারণ স্নাতকস্তরের পড়ুয়ারা সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত পাবেন। এছাড়াও, প্রফেশনাল স্নাতক কোর্সগুলির ক্ষেত্রে পড়ুয়াদের সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।

কারা পাবেন এই স্কলারশিপ:
এই স্কলারশিপ পেতে হলে সংশ্লিষ্ট পড়ুয়াকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতকস্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন এটিতে। মূলত, দেশের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া হলেই মিলবে স্কলারশিপটি। পাশাপাশি, পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার মধ্যে হতে হবে। সর্বোপরি টাটা কোম্পানি এবং Buddy4Study-এর কর্মীদের পরিবারের সদস্যরা এটিতে আবেদন করতে পারবেন না।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস:
এই স্কলারশিপের আবেদনকালে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল: ১. প্রতিষ্ঠানে ভর্তির রসিদ, ২. পূর্বের মার্কশিট, ৩. ব্যাঙ্কের পাসবুকের কপি, ৪. পরিচয়পত্র (আধার কার্ড), ৫. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি, ৬. প্রতিবন্ধী ও কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), ৭. ইনকাম সার্টিফিকেট এবং ৮. চলতি শিক্ষাবর্ষের ফি জমা করার রসিদ।

আবেদনের সময়সীমা:
ইতিমধ্যেই ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ৩১ শে আগস্ট,২০২২ পর্যন্ত।

আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেই ক্যাটাগরির স্কলারশিপে আবেদন করতে চান সেটির “Apply Now”-অপশনে ক্লিক করুন। https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme-এটা হল Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইট।

তারপর স্কলারশিপের আবেদনপত্রে সমস্ত তথ্য দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে আপলোড করতে হবে। সবশেষে সমস্ত প্রদত্ত তথ্য পূরণ করার পরে আবেদনপত্রটি পুনরায় ভালো করে দেখে নিয়ে “Sumbit” করতে হবে।

Ratan tata 20191016

প্রসঙ্গত উল্লেখ্য, এই সংক্রান্ত কোনোরকম জিজ্ঞাস্য থাকলে 011-430-92248 এই হেল্পলাইন নম্বরে সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত ফোন করা যাবে। এছাড়াও, ইমেল আইডি হল  pankh@buddy4study.com।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর