এবার ভারতের হয়ে গর্জে উঠলেন মাস্ক! দিলেন এই বড় প্রতিক্রিয়া, জানলে আপনিও করবেন প্রশংসা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের তথা টেসলার প্রতিষ্ঠাতা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এর মালিক ইলন মাস্ক (Elon Musk) তাঁর বিভিন্ন সব কর্মকাণ্ডের মাধ্যমে খবরের শিরোনামে থাকেন। এমতাবস্থায়, এবার তিনি ভারতের (India) প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত করেছেন। মূলত, মাস্ক জাতিসঙ্ঘের (United Nations) নিরাপত্তা পরিষদে অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্য হওয়ার পক্ষে কথা বলেছেন।

পাশাপাশি, UNSC-এর সমালোচনা করে তিনি জানান, ওই গ্রুপে ভারতের স্থায়ী আসন না থাকার বিষয়টি তিনি কিছুতেই বুঝতে পারছেন না। জানা গিয়েছে যে, মাস্ক আমেরিকান-ইজরায়েলি ব্যবসায়ী মাইকেল আইজেনবার্গের একটি পোস্টের পরিপ্রেক্ষিতে এই মতামত দেন। জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিবৃতিতে মাইকেল ভারতের কথা উল্লেখ করেছিলেন।

মূলত, যখন জাতিসঙ্ঘের প্রধান আফ্রিকার জন্য স্থায়ী আসনের সমর্থন করেছিলেন, তখন মাইকেল প্রতিবাদে বলেছিলেন, “আর আপনি ভারত সম্পর্কে কী বলবেন?” পাশাপাশি, তিনি এটাও বলেন, বর্তমান জাতিসঙ্ঘ ভেঙে প্রকৃত নেতৃত্বের মাধ্যমে নতুন কিছু এলে ভালো হবে।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে বাড়ল ভারতের চিন্তা! BCCI সুযোগ না দেওয়ায় রোহিতদের বিরুদ্ধে খেলবেন এই বিধ্বংসী প্লেয়ার

এখন মাস্কের এই পোস্টের পরিপ্রেক্ষিতে বর্তমানে তুমুল আলোচনা হচ্ছে। মাস্ক লিখেছেন, “একটা সময়ের পরে জাতিসংঘের প্রতিষ্ঠানগুলিতে সংস্কারের প্রয়োজন হবে। সমস্যা হল যাদের ক্ষমতা বেশি তারা এটা ছেড়ে দিতে চায় না। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হওয়া সত্ত্বেও ভারত নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন না পাওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না।”

আরও পড়ুন: প্রতি মাসে মিলবে বিপুল টাকা! চাকুরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য এবার এল দুর্দান্ত সুখবর

এদিকে, ভারতের পক্ষে ইলন মাস্কের এই পোস্ট সামনে আসার পরই নেটিজেনরা তাঁর ভূয়সী প্রশংসা করে বিষয়টির প্রতি সহমত পোষণ করেছেন। ইতিমধ্যেই তাঁর এই পোস্ট ভাইরালও হয়েছে। পাশাপাশি, অনেকে আবার ইনস্টাগ্রামে ভারতীয় পোশাক পরিহিত মাস্কের ছবিও শেয়ার করছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর