বছরে হবে ৬০০টি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ! শেষ হয়ে যেতে পারে মানব সভ্যতা! জারি চরম সতর্কবার্তা

বাংলা হান্ট ডেস্ক: প্রকৃতির সাথে ধ্বংসলীলায় বহুকাল আগে থেকেই মেতে উঠেছে মানুষ। শহরের পর শহর নির্মাণের পাশাপাশি মাত্রাতিরিক্ত হারে দূষণ, সবকিছুই পাল্লা দিয়ে বাড়ছে ক্রমশ। আর তার সাথে যথেচ্ছহারে গাছ কাটার বিষয়টি তো আছেই। যদিও, এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে প্ৰকৃতির ভারসাম্যেও। বৃষ্টিহীনতা, খরা, গ্লোবাল ওয়ার্মিংয়ের পাশাপাশি মেরুপ্রদেশে বিপুল পরিমানে বরফ গলে যাওয়া সবকিছুরই সাক্ষী থেকেছি আমরা।

অথচ এইসব ভয়াবহ প্রভাবের ফলেও বিন্দুমাত্র সচেতন নয় মানুষ। বরং, এখনও তারা মেতে উঠেছে সেই ধ্বংসের খেলাতেই। তবে, মানুষের এহেন আচরণই যে সভ্যতার ধ্বংস ডেকে আনছে তা একেবারে স্পষ্ট সকলের কাছে। শুধু তাই নয়, এবার আসন্ন ভয়ঙ্কর দুর্যোগ নিয়ে সতর্ক করল রাষ্ট্রসঙ্ঘও।

সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘ সচেতনতার বার্তা দিয়ে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিষয়গুলি মানুষ যদি এবার দ্রুত অনুধাবন করতে না পারে অথবা অনুধাবন করেও সেই মতো আচরণ না করে, তবে সমগ্ৰ মানবজাতির জন্য অপেক্ষা করছে ভয়াবহ দুর্যোগ ও বিপর্যয়। এমনকি, এই দুর্যোগ আগামী দিনগুলিতে এড়িয়ে যাওয়াও কঠিন হয়ে যেতে পারে।

এই প্রসঙ্গে একটি প্রতিবেদনও ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। মূলত, জাতিসঙ্ঘের দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ক দপ্তরের (ইউএনডিআরআর) পক্ষ থেকে গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই সতর্কবার্তার বিষয়টি সামনে আনা হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ক্ষতির জেরে ২০৩০ সাল নাগাদ বিশ্বের ৩ কোটি ৭৬ লক্ষ মানুষ চরম দারিদ্র্যের মুখোমুখি হতে পারে।

শুধু তাই নয়, আসন্ন দুর্যোগ নিয়েও রীতিমত অবাক করা পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সেখানে। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, শেষ দু’দশকে প্রতিবছর ৩৫০-৫০০ টি মাঝারি মাপের দুর্যোগ আছড়ে পড়েছে বিশ্বে। এগুলির মধ্যে রয়েছে ভয়াবহ খরা, বন্যা এবং তাপপ্রবাহের মত বিপর্যয়। মূলত, জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নই হল এইসব দুর্যোগের পিছনের মূল কারণ। পাশাপাশি, পরিসংখ্যান অনুযায়ী, এগুলি আগের তিন দশকের গড় দুর্যোগের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি।

তবে, পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আসন্ন দিনগুলিতে এই ধরনের দুর্যোগ আরও বাড়বে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে। শুধু তাই নয়, চলতি দশক অর্থাৎ ২০২২ থেকে ২০২৯-৩০ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ঘটা এমন ভয়াবহ দুর্যোগের সংখ্যা দাঁড়াতে পারে বছরে প্রায় ৫৬০ টি! অর্থাৎ, একলাফে পূর্বের তুলনায় অনেকটাই বেড়েছে এই সংখ্যা।

Disaster Management

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সাল নাগাদ এই সংখ্যা ছিল ৪০০-র কাছাকাছি। তবে, ১৯৭০-২০০০ সালের মধ্যে বিশ্বে বছরজুড়ে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যাটা ছিল মাত্র ৯০-১০০ টি। অর্থাৎ, সময়ের সাথে সাথে এই সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। যে কারণে এখনই মানুষ সচেতন না হলে যে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর