বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে নির্বাচন। এই নির্বাচনে নিজেদের পুরোন জায়গা সম্পূর্ণরূপে ফিরে পেতে তৎপর তৃণমূল (TMC) সদস্যরা। বিজেপিকে (BJP) হারিয়ে নিজের জায়গাকে টিকিয়ে রাখতে এবার উঠে পড়ে লেগেছে তৃণমূল। ‘দিদিকে বলো’ (Didike bolo) কর্মসূচীর পর এবার রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের নেতারা।
২ মার্চ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসন্ন নির্বাচন নিয়ে বড়সড় কর্মসূচি ঘোষণা করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৭৫ দিন অর্থাৎ আড়াই মাস ধরে দলের পদাধিকারীরা বিভিন্ন ব্লক স্তরে পৌঁছবেন। যেখানে আমজনতার কাছে সরাসরি পৌঁছে গিয়ে তাঁদের নিজের দিকে টানার প্রচেষ্টা চালাবে তৃণমূল। ২০২১-এ বাংলায় নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এই কর্মসূচী গ্রহণ।
‘দিদিকে বলো’ মাধ্যমে ইতিমধ্যে সাড়ে আট হাজার গ্রামে পৌঁছতে পেরেছেন তৃণমূল সদস্যরা। ৭০০০ গ্রামে মানুষের বাড়িতে পৌঁছে, সেখানে খাওয়াদাওয়া সেরে রাত কাটিয়েছেন বহু তৃণমূল কর্মী। গত নির্বাচনের গাফিলতিগুলোকে শুধরে নিতে চায় এবারে তারা। তাই তাঁদের এই প্রচেষ্টা। তাঁদের ধারণা তৃণমূল সরকারের কাজ সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছোতে পারেনি। নাহলে জঙ্গল মহলের মানুষজন বিমুখ হতেন না। গত লোকসভায় ১৮টি আসন বিজেপির কাছে হেরে যায় তৃণমূল। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, “আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য অনেক কাজ করেছেন। আর তাঁর সেই কাজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় কর্মীদেরই মানুষের কাছে যেতে হবে। তাই দলের প্রতি মানুষের সমর্থন আগের জায়গায় ফিরিয়ে আনতে তাঁদেরই রাস্তায় নামতে হবে।”
মোট ১০টি ধাপে এই কর্মসূচি গ্রহণ করা হবে। কিন্তু ধাপগুলো নিয়ে এখনও সঠিক জানা যায়নি। তবে জমজমাট বাজারগুলিকে এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে। চায়ের গ্লাস হাতে দলের জনপ্রিয় কাউকে সামনে রেখে বড় ধরনের আড্ডার আয়োজন করার চিন্তাভাবনা করা হচ্ছে। এবং আলোচনার মূল বিষয় হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জনসাধারণের জন্য তাঁর কাজ।