মধ্যবিত্তদের জন্য বড় উপহার! এবার আসতে চলেছে দুর্ধর্ষ ফিচার্সের iPhone SE 4, কবে হবে লঞ্চ?

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের কাছে iPhone মানেই একটি বাড়তি আগ্রহ পরিলক্ষিত হয়। চলতি মাসেই Apple লঞ্চ করেছে বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজের। যেটি ইতিমধ্যেই গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে, নতুন এই সিরিজের লঞ্চের রেশ কাটতে না কাটতেই সামনে আসছে আরও একটি বড় তথ্য। মূলত, এবার iPhone-এর SE সিরিজের পরবর্তী ফোনের লঞ্চকে ঘিরে জল্পনা শুরু হয়েছে।

শুধু তাই নয়, অনুমান করা হচ্ছে যে, আগামী বছর iPhone SE 4 মডেলটি আত্মপ্রকাশ করতে পারে। এক্ষেত্রে এই ফোনটি Apple iPhone SE 3-এর উত্তরসূরী হিসেবে বিবেচিত হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই টিপস্টার নিথিন প্রসাদ তাঁর এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে, iPhone SE 4-এ LTPS OLED ডিসপ্লে উপলব্ধ থাকবে। যেটি BOE বা Tianma তৈরি করবে।

   

This time iPhone SE 4 with awesome features is coming

পাশাপাশি, আগের মডেলের তুলনায় iPhone SE 4-এ প্যানেলের সাইজ বড় হতে পারে। অর্থাৎ, এক্ষেত্রে স্ক্রিনের সাইজ থাকবে ৬.১ ইঞ্চি। এছাড়াও, iPhone SE 4 স্মার্টফোনটি Apple-এর A15 Bionic চিপ দ্বারা কাজ করবে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, iPhone 13 সিরিজের মাধ্যমে A15 Bionic চিপের আত্মপ্রকাশ ঘটে।

আরও পড়ুন: রকেট গতি, দামে সস্তা! Jio-কে টেক্কা দিতে আগামী মাসে ভারতে লঞ্চ হবে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট

এদিকে, iPhone SE 4 আপগ্রেডেড ক্যামেরার সাথেও উপলব্ধ হবে। যেটিতে রিয়ার এবং সেলফি উভয় ক্যামেরার জন্যই উন্নত সেন্সর ব্যবহৃত হবে। যার ফলে ব্যবহারকারীরা আরও ভালো ফটোগ্রাফির সুযোগ পাবেন। মনে করা হচ্ছে যে, iPhone SE 4-এর ডিজাইনটি iPhone XR থেকে অনুপ্রাণিত হবে। যেটি Apple-এর তরফে ২০১৮ সালে লঞ্চ করা হয়েছিল। তাই, এই ফোনটিতে iPhone XR-এর মতোই ডিসপ্লে নচ থাকতে পারে।

আরও পড়ুন: ২০০০ টাকার নোট নিয়ে ফের বড় ঘোষণা করতে পারে RBI, উপকৃত হবেন কোটি কোটি মানুষ

এছাড়াও, iPhone SE 4 ফেস আইডি ফিচার সাপোর্ট করবে। যেটি Apple-এর অত্যাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতি। পাশাপাশি, এই ফিচার্সটি ব্যবহারকারীদেরও অত্যন্ত পছন্দের। এক্ষেত্রে ডিভাইস আনলক করতে বা পেমেন্ট সংক্রান্ত অনুমোদনের ক্ষেত্রে ব্যবহারকারীর ফেস নিরাপদে স্ক্যান করা যায়। অর্থাৎ, এই ফিচার্সটি সুরক্ষার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর