প্রত্যেক বছর দলের শুভকামনা করে ময়দানের বিভিন্ন ক্লাব এই পহেলা বৈশাখের দিনে বার পুজো করে থাকে। দীর্ঘদিন ধরে এই রীতি নীতি চলে আসছি ময়দানে, কিন্তু করোনা ভাইরাসের কারনে এই বছর ময়দানের দীর্ঘদিনের ঐতিহ্যে ছেদ পড়ল অর্থাৎ করোনা ভাইরাসের কারণে এই বছর পহেলা বৈশাখের দিনে ময়দানে হল না ঐতিহ্যের বারপুজো।
এই পয়লা বৈশাখের দিনেই আসন্ন মরশুমের অধিনায়ক কে দিয়ে দলের পুরো বছরের সাফল্য কামনা করে বার পুজো করা হয়। এই পয়লা বৈশাখের দিনে ময়দান ভরে উঠে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফুটবল ভক্তদের সমাগমে। কিন্তু এই বছর সকাল থেকেই ময়দানে দেখা গেল এক অন্য ছবি।
যে ময়দান এই পয়লা বৈশাখের দিন মিলনক্ষেত্রে পরিণত হয় এবার সেই ময়দানের সামনেটা একেবারে খাঁ খাঁ করছিল। এইদিন ক্লাব তাঁবুতে ছিলেন না কোনো ফুটবল কর্তা, ছিলেন না কোনো ফুটবলার এমনকি এইদিন কোনো ফুটবল ভক্তকেও দেখা যায় নি ময়দানে। উল্লেখ্য, করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে, তাই এবার কলকাতার দুই প্রধানের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় এবারের বার পুজো আপাতত স্থগিত রাখার।