বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে বিনিয়োগকারীদের কাছে LIC (Life Insurance Corporation of India) হল একটি নির্ভরযোগ্য নাম। বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের দুর্দান্ত পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা। তবে, এবার LIC তার পলিসি সংক্রান্ত বিষয়ে একটি বড়সড় পরিবর্তন করেছে। এমতাবস্থায়, আপনিও যদি LIC-র কোনো পলিসি কিনতে চান সেক্ষেত্রে এই প্ৰতিবেদিনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার পলিসি কেনার নিয়মেই পরিবর্তন নিয়ে আসা হয়েছে LIC-র তরফে। মূলত, এখন পলিসি কেনার সময় আপনার পরিবারের একজন সদস্যকে নমিনি (Life Insurance Policy Nominee) নির্বাচন করা বাধ্যতামূলক হয়ে গেছে। জানা গিয়েছে, গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে LIC।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনি যদি পলিসি নেওয়ার সময় নমিনি নির্বাচন না করে থাকেন এবং ওই অবস্থায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনার প্রিয়জনেরা আপনার প্রাপ্য নগদ থেকে বঞ্চিত হতে পারেন। এমতাবস্থায়, এই নতুন নিয়মের সবচেয়ে বড় সুবিধা হল, পরিবারের সদস্যদের পলিসির ক্লেম করতে কোনো সমস্যা হবে না। পাশাপাশি, আপনি কিভাবে আপনার মনোনীত ব্যক্তিকে নমিনি হিসেবে যুক্ত করতে পারবেন সেই প্রসঙ্গটিও উপস্থাপিত করা হল।
এভাবেই তৈরি করুন একাধিক নমিনি: অধিকাংশক্ষেত্রেই বিনিয়োগকারীরা তাঁদের জীবনসঙ্গীকে নমিনি হিসেবে নির্বাচিত করেন। কিন্তু আপনি যদি আপনার অর্থ একাধিক ব্যক্তির মধ্যে বিতরণ করতে চান (যেমন স্ত্রী এবং সন্তান বা স্ত্রী অথবা ভাই বা মা) সেক্ষেত্রে আপনি একাধিক পলিসি কিনতে পারেন এবং দু’টি পলিসির জন্য আলাদা নমিনি নির্বাচন করতে পারেন। পাশাপাশি, পলিসি কেনার সময়ে আপনি একাধিক ব্যক্তির শেয়ারের পরিমানের সিদ্ধান্তও নিতে পারেন বা তাঁদের নমিনিও করতে পারেন। এর জন্য, পলিসি কেনার সময় বীমাকারীর কাছ থেকে একটি লিখিত আন্ডারটেকিং নেওয়া যেতে পারে।
নমিনি নির্বাচনের সময় এই বিষয়টি মাথায় রাখুন: পলিসি নেওয়ার সময় আপনাকে নমিনির নাম জানিয়ে দিতে হবে। এমতাবস্থায়, সঠিক নমিনি বাছাই করাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী হন, সেক্ষেত্রে পরিবারের সেই সদস্যকে নমিনি হিসেবে বেছে নিন যিনি আপনার অনুপস্থিতিতে আর্থিক দায়িত্ব নিতে সক্ষম। বেশিরভাগ ক্ষেত্রে এই দায়িত্ব জীবনসঙ্গীকেই দেওয়া হয়। তাই আপনি যাঁকে নমিনি হিসেবে রাখতে চান তিনি যেন অবশ্যই পরিবারের বাকি সদস্যদের লক্ষ্য রাখেন সেই বিষয়টি মাথায় রাখতে হবে।
নমিনি পরিবর্তনও করা যায়:
১. এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পলিসি হোল্ডার সময়ের সাথে সাথে তাঁর নমিনিকে পরিবর্তনও করতে পারেন।
২. কোনো নমিনি মারা গেলে বা চাকরি পেলে অথবা অন্য সদস্যের বেশি অর্থের প্রয়োজন হলে আপনি নমিনি পরিবর্তন করতে পারেন।
৩. এছাড়া বিবাহ বা বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও নমিনি পরিবর্তন করা যাবে। এর জন্য আপনি বীমা কোম্পানির ওয়েবসাইট থেকে নমিনি ফর্ম ডাউনলোড করুন অথবা অফিস থেকে এই ফর্মটি সংগ্রহ করুন।
৪. ওই ফর্মে নমিনির বিশদ বিবরণ পূরণ করুন।
৫. তারপর পলিসি ডকুমেন্টের কপি এবং নমিনির সাথে আপনার সম্পর্কের নথি জমা দিন।
৬. যদি একাধিক নমিনি থাকে সেক্ষেত্রে তবে প্রত্যেকের শেয়ারের বিষয়টিও নির্ধারণ করুন।