গত এপ্রিল থেকেই বিপুল লক্ষ্মীলাভ আম্বানির! লাভের পরিমাণ জানলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অবাক করা পরিসংখ্যান সামনে এসেছে। জানা গিয়েছে, গত এপ্রিল মাস থেকে অর্থাৎ চলতি অর্থবর্ষে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, প্রায় আড়াই মাসের মধ্যেই এই কোম্পানির স্টক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির মার্কেট ক্যাপে ১.৫ লক্ষ কোটি টাকার বৃদ্ধি দেখা গেছে। এমতাবস্থায়, আজ কোম্পানির শেয়ারের দর ২,৫৫০ টাকার স্তর অতিক্রম করে বন্ধ হয়েছে। যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও জানা গিয়েছে।

কেন বাড়ছে কোম্পানির শেয়ারের দর: মূলত, এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার গত ১১ জানুয়ারির পর বুধবার ৫ মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্নস্টেইন রিসার্চ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (RIL) “আউটপারফর্ম” রেটিং দেওয়ার পরে এবং ২২ শতাংশের সম্ভাব্য বৃদ্ধির আশা করার পরে এই শেয়ারের বৃদ্ধি দেখা গেছে।

এদিকে, RIL সম্ভাব্যভাবে ২০৩০ সালে নতুন এনার্জি ব্যবসা থেকে ১০ বিলিয়ন ডলার আয় করতে পারে। বার্নস্টেইন অনুমান করেছে যে, ২০৩০ সালের মধ্যে রিলায়েন্স সৌর, ব্যাটারি এবং হাইড্রোজেন টিএএম এর যথাক্রমে, ৬০ শতাংশ, ৩০ শতাংশ এবং ২০ শতাংশ দখল করতে পারে।

আড়াই মাসেই বৃদ্ধি হয়েছে ১০ শতাংশ: উল্লেখ্য যে, গত আড়াই মাসে বা চলতি অর্থবর্ষে রিলায়েন্সের শেয়ার ১০ শতাংশ বেড়েছে। গত ৩১ মার্চ যখন বাজার বন্ধ হয়েছিল, তখন কোম্পানির স্টক ছিল ২,৩৩১.০৫ টাকায়। যা আজ ২,৫৫০ টাকার স্তর অতিক্রম করেছে। এর মানে ২১৯ টাকার লাভ দেখা গেছে।

এদিকে, যদি আমরা আজকের কথা বলি, তাহলে সেনসেক্সের ক্ষেত্রে রিলায়েন্স ১.২৮ শতাংশ বৃদ্ধির সাথে ২,৫৫২.৬০ টাকায় বন্ধ হয়েছে। এদিকে, কোম্পানির শেয়ার ট্রেডিং সেশনে ২,৫৫৫ টাকায় পৌঁছেছে। উল্লেখ্য যে, একদিন আগে কোম্পানির শেয়ার ২,৫২০.৪০ টাকায় বন্ধ হয়েছিল।

mukesh ambani

বেড়েছে ভ্যালুয়েশন: গত আড়াই মাসে রিলায়েন্সের শেয়ার ১০ শতাংশ বেড়েছে। যার কারণে কোম্পানির মার্কেট ক্যাপও বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত এই কোম্পানির মার্কেট ক্যাপ ছিল ১৫,৭৭,০৯৭.৭৬ কোটি টাকা। যা বেড়ে হয়েছে ১৭,২৬,৯৮৯.৮৮ কোটি টাকা। এর মানে হল এই সময়ে কোম্পানির মার্কেট ক্যাপ বেড়েছে ১,৪৯,৮৯২.১২ কোটি টাকা। এদিকে, বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী চলতি সপ্তাহে ফের রিলায়েন্সের শেয়ারে বৃদ্ধি দেখা যেতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর