IPL-এর মেগা নিলামে চমক দেখাবেন ভারতের এই প্লেয়ার! দাম উঠবে ৩০ কোটি, ভবিষ্যদ্বাণী রায়নার

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ব্যাটার তথা “মিস্টার IPL” হিসেবে বিবেচিত সুরেশ রায়না (Suresh Raina) এবার একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, সৌদি আরবের জেদ্দায় সম্পন্ন হতে চলা মেগা নিলামে ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ ২৫ কোটি টাকার বেশি পেতে পারেন।

কি জানিয়েছেন রায়না (Suresh Raina):

আসলে রায়না (Suresh Raina) মনে করেন যে, ঋষভ পন্থের মধ্যে সেই “এক্স ফ্যাক্টর” রয়েছে যার জন্য দলগুলির মধ্যে তাঁকে ঘিরে চরম প্রতিযোগিতা পরিলক্ষিত হবে। জানিয়ে রাখি যে, IPL ২০২৪-এর আগে কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্কের জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছিল। যা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় দর হিসেবে বিবেচিত হয়েছে।

This time Suresh Raina made a big prediction.

তবে, এবার সেই রেকর্ড পন্থ ভাঙতে পারেন বলে মনে করেন রায়না (Suresh Raina)। জিও স্টারে IPL বিশেষজ্ঞ রায়না বলেছেন, “ব্যাটিং এবং উইকেটকিপিং ছাড়াও তিনি দলে এক্স ফ্যাক্টর নিয়ে আসেন। কোনও মালিক বা কোচ এটি উপেক্ষা করতে পারেন না।” এদিকে, পন্থ ২৫ কোটির বেশি টাকায় বিক্রি হবেন কিনা তা জানতে চাওয়া হলে রায়না বলেন, “আমি এর চেয়েও বেশি মনে করি। পাঞ্জাব, দিল্লি, KKR এবং RCB-র টাকা আছে। নিলামে পন্থ ২৫ কোটি থেকেও ৪ থেকে ৫ কোটি টাকা বেশি পেতে পারেন।” অর্থাৎ, এমনটা হলে পন্থের দাম পৌঁছে যেতে পারে ৩০ কোটি টাকায়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ২০ বছরের পুরনো রেকর্ডের পুনরাবৃত্তি! এবার দুর্দান্ত নজির গড়লেন জয়সওয়াল-রাহুল

ঋষভ পন্থ হবেন অধিনায়ক: মাঠে পন্থের শক্তি এবং খেলোয়াড়দের সাথে তাঁর সম্পর্ক বিবেচনা করে, চেন্নাই সুপার কিংসের হয়ে চারবার IPL চ্যাম্পিয়ন হওয়া রায়না (Suresh Raina) জানিয়েছেন, “পন্থের স্ট্যামিনা আছে এবং খেলোয়াড়দের সাথে তাঁর আশ্চর্যজনক সম্পর্ক রয়েছে। সবাই তার অধিনায়কত্বে খেলতে চায় এবং এটাই তাকে অনন্য করে তুলেছে।”

আরও পড়ুন: শুরু হতে চলেছে IPL-এর মেগা নিলাম! কোন দলের কাছে রয়েছে কত বাজেট? জানুন বিস্তারিত

রায়না (Suresh Raina) আরও জানান, “এই নিলাম তিন বছরের জন্য। তাহলে তিন বছরের জন্য ঋষভ পন্থকে পাওয়া যাবে। চেন্নাইয়ের তেমন বাজেট নেই। তবে RCB বা KKR কিনতে পারে। পন্থ KKR-এ গেলে অনেক ভক্তও ওই দলে যোগ দেবেন। আর এই কারণেই চেন্নাইও পন্থকে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর