আর লাগাতে হবে না RTO-র চক্কর, ড্রাইভিং লাইসেন্স বানানোর নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি এই সময়ে আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে চান বা সেটিকে আপডেট করার কথা ভাবেন তাহলে বর্তমান প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই ড্রাইভিং লাইসেন্স তৈরির নিয়ম বদল করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, নতুন এই নিয়মে আরও সুবিধে হবে সাধারণ মানুষের। এমনকি, এই নিয়মগুলি কার্যকর হওয়ার পরে, আপনাকে আর ড্রাইভিং লাইসেন্স (DL) পেতে আঞ্চলিক পরিবহন অফিসেও (RTO) বারংবার ঘোরাঘুরি করতে হবে না।

নতুন এই নিয়ম ১ লা জুলাই ২০২২ থেকে প্রযোজ্য হবে:
ড্রাইভিং লাইসেন্স তৈরির সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন আর RTO-তে গিয়ে কোনো ধরনের ড্রাইভিং পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ১ জুলাই, ২০২২ থেকে নতুন নিয়মগুলি কার্যকর করবে। নতুন নিয়ম কার্যকর হলে ড্রাইভিং লাইসেন্সের অপেক্ষায় থাকা হাজার হাজার মানুষের প্রত্যক্ষ সুবিধা হবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রক।

সার্টিফিকেটের ভিত্তিতে লাইসেন্স করা হবে:
এবার থেকে আপনি যে কোনো স্বীকৃত ড্রাইভিং ট্রেনিং স্কুলে DL-এর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আপনাকে সেখানেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের স্কুল সার্টিফিকেট দেবে। এই শংসাপত্রের ভিত্তিতেই আপনার DL তৈরি করা হবে।

থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দু’টিই হবে অত্যন্ত জরুরি বিষয়:
জানা গিয়েছে যে, ইতিমধ্যেই ড্রাইভিং লাইসেন্সের জন্য শিক্ষাদানের পাঠ্যক্রম তৈরি করেছে মন্ত্রণালয়। এটি দু’টি ভাগে বিভক্ত থাকবে। একটি হবে থিওরি এবং আরেকটি হবে প্র্যাকটিক্যাল। পাশাপাশি, লাইট মোটর ভেহিকেল (LMV) কোর্সের সময়কাল হবে চার সপ্তাহ। মোট ২৯ ঘন্টার ক্লাস হবে সেখানে। মূলত, প্র্যাকটিক্যালের জন্য আপনাকে হাইওয়ে, শহরের রাস্তা, গ্রামের রাস্তায় গাড়ি চালানোর পাশাপাশি রিভার্স ও পার্কিংয়ের বিষয়ে প্র্যাকটিক্যালের জন্য ২১ ঘন্টা সময় দিতে হবে। বাকি ৮ ঘন্টা বরাদ্দ থাকবে থিওরির জন্য।

ট্রেনিং সেন্টারের জন্য নির্দেশিকা:
ইতিমধ্যেই ট্রেনিং সেন্টারগুলির জন্য সড়ক ও পরিবহন মন্ত্রণালয় কিছু নির্দেশিকা ও শর্তও নির্ধারণ করেছে। এই নির্দেশিকাগুলি বিস্তারিতভাবে তুলে ধরা হল:
১. দুই চাকা, তিন চাকার গাড়ি এবং ব্যক্তিগত গাড়ির প্রশিক্ষণ কেন্দ্রের জন্য কমপক্ষে এক একর জমি প্রয়োজন। এছাড়াও, যাত্রীবাহী অথবা পণ্যবাহী যান বা ট্রেলারের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের কাছে দুই একর জমি থাকা প্রয়োজন।
২. প্রশিক্ষককে ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এছাড়াও, তাঁর কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতাও থাকতে হবে।

974214 drivers license
৩. ড্রাইভিং সেন্টারের পাঠ্যক্রমটি থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুই ভাগে বিভক্ত থাকবে।
৪. প্রশিক্ষণ কেন্দ্রে বায়োমেট্রিক ব্যবস্থা থাকা আবশ্যক।
৫. মাঝারি এবং ভারী যানবাহনের জন্য কোর্সের সময়কাল ৬ সপ্তাহে মোট ৩৮ ঘন্টা হতে হবে। যার মধ্যে ৮ ঘণ্টা থাকবে থিওরি ক্লাসের জন্য এবং বাকি ৩০ ঘন্টা বরাদ্দ থাকবে প্র্যাকটিক্যালের জন্য।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর