মিলবে স্বস্তি! লাফিয়ে কমবে পেট্রোল-ডিজেলের দাম, তিন বছর পর বড় পদক্ষেপ ভারতের

বাংলা হান্ট ডেস্ক: গত বছরের এপ্রিল থেকে দেশে (India) পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) দামে কোনো পরিবর্তন হয়নি। তবে, এই পরিস্থিতি শীঘ্রই বদলে যেতে পারে। এর কারণ, তিন বছর পর ভেনেজুয়েলা (Venezuela) থেকে অপরিশোধিত তেল আমদানি করতে চলেছে ভারত। উল্লেখ্য যে, আমেরিকা লাতিন আমেরিকার এই দেশের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। যা ভারতের জন্য সেখান থেকে অপরিশোধিত আমদানির পথ প্রশস্ত করেছে। ইতিমধ্যেই সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে এই দাবি করা হয়েছে।

কি জানা গিয়েছে:

রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলা থেকে তিনটি ট্যাঙ্কার বুক করছে। যা ডিসেম্বর এবং ২০২৪-এর জানুয়ারিতে সরবরাহ করা হবে। উল্লেখ্য যে, ২০১৯ সালে আমেরিকা ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর সেখান থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দেয় ভারত। ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে সেখান থেকে নিয়মিত তেল ক্রয় করত রিলায়েন্স ও নায়ারা এনার্জি।

This time the price of petrol-diesel will drop by leaps and bounds

কমোডিটি মার্কেট অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্য অনুসারে, ভারত শেষবার ভেনেজুয়েলা থেকে ২০২০ সালের নভেম্বরে অপরিশোধিত তেল আমদানি করেছিল। ২০১৯ সালে ভেনেজুয়েলা ছিল ভারতের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। সেবছর ভারত সেখান থেকে ১৬ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছিল। পাশাপাশি, ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের ভান্ডার রয়েছে। গত অক্টোবরে আমেরিকা ভেনিজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছিল। এমতাবস্থায়, ভেনেজুয়েলা এখন ছয় মাসের জন্য কোনো লিমিট ছাড়াই অপরিশোধিত তেল রপ্তানি করতে পারবে। এই দেশটি তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেকের-ও সদস্য।

আরও পড়ুন: নতুন বাইক কেনার আগে অবশ্যই চেক করুন এই ৫ টি বিষয়, নাহলেই পড়বেন বিপদে

রিপোর্ট অনুযায়ী, নিষেধাজ্ঞা সত্বেও চিনা কোম্পানিগুলি ভেনেজুয়েলা থেকে বিপুল ছাড়ে তেল কিনছিল। কিন্তু বিধিনিষেধ তুলে নেওয়ার পর এই ছাড় কমে গেছে। কারণ অন্যান্য অনেক দেশও ক্রয় করতে আগ্রহ দেখিয়েছে। জানা গিয়েছে, ভেনিজুয়েলা অন্যান্য দেশেও অপরিশোধিত তেল সরবরাহ করতে ইচ্ছুক। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স তিনটি সুপার ট্যাঙ্কার বুক করেছে। এই ট্যাঙ্কারগুলির প্রতিটি ২,৭০,০০০ টন অপরিশোধিত তেল বহন করতে পারে। দু’টি ট্যাঙ্কার আগামী সপ্তাহে ভারতে পৌঁছবে এবং একটি জানুয়ারির শুরুতে পৌঁছবে। সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন যে, ভারত ভেনেজুয়েলা থেকে ছাড়ে তেল কিনতে আগ্রহী।

আরও পড়ুন: ২২ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন ডলারের কমে নামল ভ্যালুয়েশন! করুণ অবস্থা Byju’s-এর

জানিয়ে রাখি যে, ভারত বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের গুরুত্বপূর্ণ উপভোক্তা। দেশের তেলের চাহিদার ৮৫ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করা হয়। গত দু’বছরে অপরিশোধিত তেলের দামে ব্যাপক ওঠানামা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর তা ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌঁছেছিল। এদিকে ভারত রাশিয়ার কাছ থেকে ছাড়ে অপরিশোধিত তেল পাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তাও কমেছে। গত শুক্রবার, ব্রেন্ট ক্রুডের দাম ২.৪৫ শতাংশ কমে ৭৮.৮৮ ডলারে বন্ধ হয়েছে। পাশাপাশি, WTI ক্রুডও ২.৪৯ শতাংশ কমে ৭৪.০৭ ডলারে ছিল। এদিকে, দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ৯৬.৭২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে দাঁড়িয়েছে ৮৯.৬২ টাকায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর