কী এই স্টুডেন্ট ঈন্টার্নশিপ স্কিম? কীভাবে পাবেন টাকা? রইল তথ্য

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট সুখবর! এবার তাদের কাছে রয়েছে পড়াশোনা চলাকালীনই সরকারি অফিসে কাজ করার সুযোগ। উচ্চ শিক্ষা দফতরের যৌথ উদ্যোগে রাজ্যে চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে নতুন এই স্কিমের কথা জানিয়েছেন।

স্নাতক হলেই এই স্কিমের সুবিধা পাবেন পড়ুয়ারা। অর্থাৎ স্নাতক স্তরে পড়াশোনার পাশাপাশি সরকারি ইন্টার্ন হওয়ার সুযোগ পাবেন তাঁরা। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে। শুধু তাই নয়, প্রশিক্ষণ চলাকালীন ৫ হাজার টাকা করে ভাতা পাবেন ইন্টার্নরা। পাশাপাশি, প্রত্যেক বছর ৬ হাজার ইন্টার্ন নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ চালু করা হচ্ছে। যাঁরা বাংলায় বাস করেন এবং আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা শেষ করেছেন, তাঁরা এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন৷ পলিটেকনিক, আইটিআই বা সমতুল্য কোর্সের পড়ুয়াদেরও গণ্য করা হবে৷”

এই স্কিমে সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীকালে যোগ্য প্রার্থীরা বিভিন্ন দফতরে কাজ পাবেন। তবে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতাভুক্ত হতে হলে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পাশাপাশি, বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

এছাড়াও, স্নাতক স্তরে থাকতে হবে ৬০% নম্বর। কেউ যদি আইটিআই বা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেন, তাঁরাও এই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতায় আসতে পারেন। তবে, স্নাতক স্তরে পড়তে পড়তে যাঁরা প্রশিক্ষণ নিতে চান, তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে “নো-অবজেকশন সার্টিফিকেট” আনতে হবে।

997806 exam 5

প্রতি মাসে এই ইন্টার্নদের ৫ হাজার টাকা করে বৃত্তি দেবে রাজ্য। এক বছরের জন্য এই ইন্টার্নশিপ হবে। পাশাপাশি বছর শেষে রিভিউও হবে। প্রত্যেককে প্রশিক্ষণ শেষে দেওয়া হবে শংসাপত্র। আবেদন পদ্ধতিকে সহজ করে তুলতে ওয়েবসাইট চালু করা হবে। সেখানেই আবেদন করা যাবে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “অনলাইনেই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে। মুখ্যসচিবের নেতৃত্বে সিলেকশন বোর্ড থাকবে। শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় রেখে এই প্রকল্প চালানো হবে। যাঁরা একবছর সুযোগ পাবেন না, তাঁদের পরের বছর সুযোগ দেওয়া হবে।” নির্বাচিত প্রার্থীরা রাজ্য সরকারের আওতাধীন অফিস, ব্লক অফিস, মহকুমা অফিস এবং জেলা অফিসে কাজের সুযোগ পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর