বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশজুড়ে প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমনকি, যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ট্রেনের যাত্রীসংখ্যা। যার জেরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহণ মাধ্যম হয়ে উঠেছে ট্রেন। এদিকে, যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা দিতে একের পর এক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।
এমন পরিস্থিতিতে, রেল এবার শীঘ্রই স্টেশনগুলিতে সাধারণ এবং প্ল্যাটফর্ম টিকিটের জন্য দীর্ঘ লাইন থেকে যাত্রীদের মুক্তি দিতে চলেছে। মূলত, রেলের এই বড় পদক্ষেপের ফলে আর দু’-তিন মিনিটের জন্য ট্রেন “মিস” হবে না যাত্রীদের। পাশাপাশি, রেলের কর্মীরাও তাঁদের ব্যস্ত কর্মসূচি থেকে কিছুটা রেহাই পাবেন। চলুন জেনে নিই রেল ঠিক কি পদক্ষেপ গ্রহণ করছে?
এবার মেশিনেই মিলবে টিকিট: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দেশের কয়েকটি রেল স্টেশনে নতুন অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (Automatic Ticket Vending Machine-ATVM) বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। এর ফলে যাঁরা নিত্যযাত্রী তাঁরা দারুণভাবে উপকৃত হবেন। এই বিশেষ মেশিনের সাহায্যে দ্রুত টিকিট পাওয়া যাবে। যার কারণে স্টেশনে টিকিটের জন্য দীর্ঘ লাইন থেকেও রেহাই পাবেন যাত্রীরা।
কোথায় কোথায় ইনস্টল করা হবে ATVM: বর্তমানে ৯৯ টি ATVM মেশিন সাউদার্ন রেলওয়ে ডিভিশনসে কাজ করছে। তবে, সংশ্লিষ্ট ডিভিশন বেশ কয়েকটি রেলস্টেশনে ২৫৪ টি অতিরিক্ত ATVM ইনস্টল করার সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে মোট ৬ টি ডিভিশনে ২৫৪ টি ATVM মেশিন বসানো হবে। যার মধ্যে রয়েছে চেন্নাই ডিভিশন (৯৬), তিরুচিরাপল্লি ডিভিশন।(১২), মাদুরাই ডিভিশন (৪৬), তিরুবনন্তপুরম ডিভিশন (৫০), পালাক্কাড ডিভিশন (৩৮) ও সালেম ডিভিশন (১২)।
মিলবে বড় সুবিধা: মূলত, এহেন ATVM ইনস্টল করার পরে যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাঁদের অত্যন্ত সুবিধা হবে। পাশাপাশি, প্ল্যাটফর্ম টিকিট এবং স্বল্প দূরত্বের যাত্রার টিকিটও এই বিশেষ মেশিন থেকে দ্রুত পাওয়া সম্ভব। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ATVM ইনস্টল করার পরে রেল স্টেশনগুলিতে অসংরক্ষিত টিকিট কাউন্টারগুলিতে কাজের চাপও অনেকটাই হ্রাস পাবে।