এবার উচ্চ মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের মধ্যে এমন অনেকেই থাকেন যাঁরা ভারতীয় রেলে (Indian Railways) চাকরির স্বপ্ন দেখেন। পাশাপাশি, সেই লক্ষ্যেই প্রস্তুতি নিতে থাকেন তাঁরা। এমতাবস্থায়, তাঁদের জন্য একটি দুর্দান্ত সুখবর সামনে এল। মূলত এবার, সেন্ট্রাল রেলওয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেটি অনুযায়ী জানা গিয়েছে যে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে গ্রুপ সি ও গ্রুপ ডি-র অধীনে কর্মী নিয়োগ সম্পন্ন হবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মোট শুন্যপদের সংখ্যা: মূলত, সেন্ট্রাল রেলওয়ের রিক্রুটমেন্ট সেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, গ্রুপ সি ও ডি-তে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি-র ক্ষেত্রে শুন্যপদের সংখ্যা হল ২১ এবং গ্রুপ ডি-র ক্ষেত্রে রয়েছে ৪১ টি শূন্যপদ। তবে, গ্রুপ ডি-তে স্পোর্টস কোটায় কর্মী নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে।

This time there is a job opportunity in the railway

শিক্ষাগত যোগ্যতা: যেসমস্ত প্রার্থী গ্রুপ-সি-র শূন্যপদে আবেদনের করতে চান সেক্ষেত্রে তাঁদের অবশ্যই সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, গ্রুপ-ডি শূন্যপদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণি পাশ বা স্নাতক হতে হবে।

আরও পড়ুন: UPSC-তে হয়েছিলেন ৩ বার ব্যর্থ! পরিবারের সমর্থন পেয়ে চতুর্থবারে বাজিমাত করে IAS হলেন প্রিয়দর্শিনী

এইভাবে করুন আবেদন: এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.rrccr.com-এ ক্লিক করতে হবে। সেখানে থাকা বিজ্ঞপ্তিতে ক্লিক করে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন পত্র পূরণ করে তা সাবমিট করতে হবে। উল্লেখ্য যে, রেজিস্ট্রেশনের সময়ে আবেদনকারীকে তাঁদের আধার কার্ড আপলোড করতে হবে।

আরও পড়ুন: এবার ১৯,৩৩৬.৪৯ কোটির ক্ষতির সম্মুখীন আম্বানি! লাভের অঙ্কে সবথেকে এগিয়ে টাটা

আবেদন পাঠানোর শেষ তারিখ: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে, আবেদন পাঠানোর শেষ তারিখ হল আগামী ১৭ অক্টোবর, ২০২৩।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর