বাংলাহান্ট ডেস্ক : জমে উঠেছে টিআরপির (TRP) লড়াই। মাসের প্রথম টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করতে উঠেপড়ে লেগেছে বিভিন্ন চ্যানেলের সিরিয়ালগুলি। বিগত কয়েক মাস ধরেই অবশ্য প্রথম পাঁচের তালিকাটা কম বেশি অপরিবর্তিতই রয়েছে। এবারের তালিকায় আবারও সেরার স্থানে রয়েছে ‘পরশুরাম’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৪।
টিআরপি (TRP) তালিকায় বড়সড় চমক এবারে
এবারে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। পরপর টানটান উত্তেজনায় ভরা পর্ব এনে লাগাতার ভালো নম্বর ধরে রেখেছে এই ধারাবাহিক। পুরনো হয়ে গেলেও জনপ্রিয়তা হারায়নি ফুলকি। এ সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৭.০। তৃতীয় স্থানে রয়েছে এই জনপ্রিয় ধারাবাহিকটি (TRP)। তারপর চার নম্বরেই রয়েছে স্টার জলসার ‘রাঙামতী’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।
নম্বর বেড়েছে সিরিয়ালগুলির: আগের তুলনায় বর্তমানে নম্বর বেশ খানিকটা বেড়েছে বিভিন্ন সিরিয়ালগুলির। জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলই নেমেছে হাড্ডাহাড্ডি টক্করে। প্রথম পাঁচে দুই চ্যানেলের সিরিয়ালই রয়েছে মিলিয়ে মিশিয়ে।
আরো পড়ুন : তিন দিন আগে থেকেই মহরমের শোভাযাত্রা, নবান্ন অভিযানে অনুমতি না মেলায় বড় সিদ্ধান্ত চাকরিহারাদের
কে কত নম্বর পেল: ৬.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘পরিণীতা’। জি বাংলার এই সিরিয়ালটিও এখনও টিকে রয়েছে প্রতিযোগিতায়। তারপরেই ৬.৪ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘গৃহপ্রবেশ’। বেশ কয়েক সপ্তাহ ধরেই লাগাতার ভালো টিআরপি (TRP) তুলে আসছে এই ধারাবাহিকটি।
আরো পড়ুন : ফ্ল্যাটে ঢুকে মুখে স্প্রে করে ধর্ষণ, যুবতীর সঙ্গে সেলফি তুলে ধর্ষকের বার্তা, ‘আবার আসব’!
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৭.৪)
দ্বিতীয়- ফুলকি (৭.৩)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.০)
চতুর্থ- রাঙামতি তীরন্দাজ (৬.৬)
পঞ্চম- পরিণীতা (৬.৫)
ষষ্ঠ- গৃহপ্রবেশ (৬.৪)
সপ্তম- চিরসখা, অনুরাগের ছোঁয়া, রোশনাই (৫.৯)
অষ্টম- কথা (৫.৬)
নবম- চিরদিনই তুমি যে আমার (৫.২)
দশম- কোন গোপনে মন ভেসেছে (৫.১)
টিআরপি তালিকায় প্রতি সপ্তাহেই থাকে কোনো না কোনো চমক। কোনও ধারাবাহিক এক সপ্তাহে শীর্ষস্থানে থাকলে তা পরের সপ্তাহে নেমে যেতে পারে তালিকার নীচে। তবে প্রথম পাঁচের তালিকাটা কমবেশি থাকে অপরিবর্তিত।