বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তান জুড়ে এখন চলছে তালিবানি শাসন। গত ১৫ আগস্ট প্রায় কুড়ি বছর বাদে আফগান সেনাকে হারিয়ে ফের একবার ক্ষমতায় থেকেছে তারা। আর তারপর থেকেই দেখা গিয়েছে নাগরিকদের গণ পলায়ন। তালিবানের ভয়ে বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে পালাতে শুরু করেছেন নাগরিকরা। ইতিমধ্যেই ৯৮টি দেশ জানিয়েছে, তারা নিজেদের দেশে জায়গা দেবে আফগান শরণার্থীদের।
এবার ভারতে প্রশিক্ষণরত আফগান সেনাদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। জানা গিয়েছে, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, অফিসার ট্রেনিং অ্যাকাডেমির মত বিভিন্ন সংস্থা গুলিতে এই মুহূর্তে সেনা প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় ১২০ জন আফগান নাগরিক। এমতাবস্থায় তাদের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা সেটাই ছিল বড় প্রশ্ন। তবে এ ক্ষেত্রে সরকার জানিয়েছে কোনো রকম বাধা দেওয়া হবে না নাগরিকদের। অর্থাৎ নিজেদের সময় মতোই প্রশিক্ষণ শেষ করবেন আফগান সেনারা।
এরপর তারা ফিরে যেতে পারবেন তাদের ইচ্ছামত দেশে। প্রসঙ্গত উল্লেখ্য যে ৯৮ টি দেশ আফগান শরণার্থীদের দেশে রাখার ব্যাপারে অনুমতি দিয়েছে তাদের মধ্যে ভারতের নাম নেই। তার নাগরিকদের ভারতে আশায় এই মুহূর্তে বাধাদান করা হচ্ছে না এবং তাদেরকে দীর্ঘমেয়াদী বিশেষ ভিসা দেওয়ার কথাও বলা হয়েছে। সাধারণভাবে যে সমস্ত আফগান নাগরিকরা সেনা প্রশিক্ষণ নিচ্ছেন, অনেক ক্ষেত্রেই তাদের পরিবার-পরিজনরা চলে গেছেন অন্যান্য দেশে।
নিজেদের ট্রেনিং শেষ করে চাইলে সেই সমস্ত দেশে ফিরে যেতে পারেন আফগান নাগরিকরা। সে ক্ষেত্রে সেখানকার ভিসা পেতে সাহায্য করবে ভারতীয় সরকার। তবে আপাতত কারও প্রশিক্ষণে বাধা দেওয়া হবে না। ভারত সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন ভারতে প্রশিক্ষণরত সেইসব আফগান সেনারা, যারা হঠাৎই স্বদেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন।