এক মাসে দ্বিতীয়বার ইউরোপে বিক্ষোভের মুখে বেজিং, চীনা বিশ্ববিদ্যালয় তৈরির বিরোধিতায় রাস্তায় হাজারোধিক মানুষ

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (china) ফুডান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (fudan university campus) খোলার বিরুদ্ধে হাঙ্গেরিতে (hungary) বিরোধ শুরু হয়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, চীন সরকারের চাপে পড়ে রাজধানী বুদাপেস্টে এই বিশ্ববিদ্যালয় খোলার অনুমোদন দিয়েছে হাঙ্গেরিয়ান সরকার। তাদের ধারণা হাঙ্গেরিতে এই বিশ্ববিদ্যালয় চালু হলে সেখানে চীনের কমিউনিস্ট পার্টির প্রভাব অনেক বৃদ্ধি পাবে।

এই ঘটনার প্রতিবাদে রবিবার পার্লামেন্ট ভবন পর্যন্ত মিছিলে নামেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবী, বুদাপেস্টে চীনের ফুডান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা যাবে না। নাহলে এখানে চীনের কমিউনিস্ট পার্টির প্রভাব বেড়ে যাবে। একমাসের মধ্যে এই নিয়ে দুবার বিক্ষোভে নামলেন বিরোধীরা।

hungarians protest 060621 01

এই ঘটনার প্রতিবাদে পড়ুয়া থেকে শুরু করে শহরের প্রায় হাজারের বেশি মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নিয়েছেন। বিক্ষোভে সামিল হওয়া পড়ুয়াদের অভিযোগ, ‘সরকার দেশদ্রোহ করছে। ইউরোপীয় ইউনিয়নে এর প্রভাব পড়তে পারে। যতোটা অর্থ দিয়ে এই নতুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলা হচ্ছে, সেই অর্থে তাঁদের পুরনো বিস্ববিদ্যালয়ে অনেক নতুন সুযোগ সুবিধা বাড়ানো যাবে’। জানা গিয়েছে প্রায় ১৮০ কোটি ডলার খরচ হবে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করতে।

তবে এই বিক্ষোভের মধ্যে আবার কেউ কেউ দলাই লামা এবং চীনে উইঘুরে মুসলিমদের উপর হওয়া অত্যাচারের প্রসঙ্গও টেনে এসেছেন। এমনকি বুদাপেস্টের মেয়র গের্গে কোরাচনিও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি বিরুদ্ধে জনগণের পক্ষেই রয়েছেন। প্রসঙ্গত, চীনের নামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হল ফুডান বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের মধ্যেই হাঙ্গেরিতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পস খোলার পরিকল্পনা করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর