বড় খবরঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কালিদাস মার্গের সরকারি আবাসকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পর প্রশাসনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। হুমকি পাওয়ার পর উত্তর প্রদেশ পুলিশ মুখ্যমন্ত্রী আবাসের সুরক্ষা বাড়িয়ে দিয়েছে।

বোম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডের সাহায্যে গোটা এলাকায় তদন্ত শুরু হয়েছে। সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী আবাসের গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। আবাসের ভিতরে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বিক্রমাদিত্য মার্গে যাতায়াত করা সমস্ত যানবাহনের উপর কড়া নজর রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ নিজের জমিতে যোগী আদিত্যনাথের ছবিতে পূজা করলেন এক মুসলিম যুবক, ভাইরাল ভিডিও

আপনাদের জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এর আগেও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। এর আগে কামরান আমিন খান নামের এক যুবক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। আর এরপর উত্তর প্রদেশ পুলিশ মহারাষ্ট্রের পুলিশের সহায়তায় ওই যুবককে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করেছিল।

X