গুলি করে গলার নলি কেটে খুন! দুই তৃণমূল কর্মীসহ পঞ্চায়েত সদস্যকে নৃশংসভাবে হত্যা ক্যানিংয়ে

বাংলা হান্ট ডেস্কঃ রাস্তায় পড়ে বোমার খোল, তার নিকট পরপর তিনটি দেহ! রক্তে সমগ্র পথের রং হয়ে গিয়েছে লাল, ঘটনার কেন্দ্রস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুর গ্রাম। যেখানে দুই তৃণমূল কর্মীসহ এলাকার পঞ্চায়েত সদস্যকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীদের দল। প্রথমে গুলি এবং পরে গলার নলি কেটে খুন করার অভিযোগ সামনে এসেছে। বর্তমানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুলিশ অবশ্যই ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।

এদিন সকালে বাইকে চড়ে বের হন এলাকার দুই তৃণমূল সদস্য এবং পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি। ধর্মতলার বাসিন্দার এই তিন ব্যক্তি এদিন একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় যোগদান করার জন্য বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ঠিক এই সময় দুষ্কৃতীদের একটি দল তাদেরকে ধাওয়া করে এবং পরবর্তীতে পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন করে তারা। তার অপর দুই সঙ্গী ভূতনাথ প্রামাণিক এবং ঝন্টু মাঝি নামে দুই তৃণমূল সদস্য পালানোর চেষ্টা করলেও তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায় অভিযুক্তরা। শুধু তাই নয়, পরবর্তীকালে গলার নলি কাটা হয় বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

এরপরেই গোটা ঘটনাটি নজরে আসে এলাকাবাসীদের। রক্তে ভেসে যাওয়া মৃতদেহগুলি দেখে তারা তৎক্ষণাৎ স্থানীয় পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে এসে হাজির হয় বিশাল বাহিনীর পুলিশ। দেহগুলি পোস্টমর্টেমে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছে তারা।

jpg 20220707 115039 0000

পুলিশ সূত্রে খবর, গুলি এবং গলার নলি কাটার মাধ্যমে খুন করা হয়েছে তিন ব্যক্তিকে। তবে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কি কারণে এই খুন, সেই সম্পর্কে এখনো স্পষ্ট কোন ধারণা মেলেনি। এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, “এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। তবে এসব করে আমাদেরকে আটকানো যাবে না।” যদিও তাঁর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

Sayan Das

সম্পর্কিত খবর