বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানি (Pakistan) সেনা জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। ভারতীয় সেনা (Indian Army) পাকিস্তানের গুলির জবাবে পাল্টা হামলা করে পাকিস্তানের তিন সৈনিককে খতম করেছে। এছাড়াও আরও ১৪ জন পাক সৈনিক আহত হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের নীলম ঘাঁটিতে পাকিস্তানের ছয়টি ছাউনিকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। ভারতের এই প্রত্যাঘাতে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।
পাকিস্তানের তরফ থেকে বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনা ছাউনির সাথে সাথে গ্রাম্য এলাকা গুলোকেও নিশানা বানানো হয়। আচমকা শুরু হওয়া এই গোলাগুলিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সবাই নিজেকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর ভারতীয় সেনা পাল্টা আঘাত হানা শুরু করে।
ভারতীয় সেনা পাল্টা আঘাতে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভারতের হানায় পাকিস্তানি সেনার ছয়টি ছায়নি ধ্বংস হয়ে যায় এবং তিনজন পাক সৈনিক খতম হয়। সেনা সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের ১৪ জন সেনা জওয়ান আহত হয়েছে।
যদিও সেনার এই পাল্টা হানায় পাকিস্তান কোন শিক্ষা নেয়নি। আজ শনিবার পাকিস্তানি সেনা আরও একবার সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। আজ কিরনী সেক্টরে সীমান্তে সেনা ছাউনি আর জনবসতি পূর্ণ এলাকায় একের পর এক ফায়ারিং করতে থাকে পাক সেনা। সীমান্তে মর্টার দিয়েও হামলা করা হয়। ভারতীয় সেনা পাকিস্তানের এই কাজের যোগ্য় জবাব দিচ্ছে।