৩টি রেকর্ড যা কোহলির নামে থাকবে কেউ ভাবেনি, কিন্তু ১ বিশ্বকাপেই করে দেখালেন বিরাট

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) একজন মহাতারকা। চলতি বছরে তিনি নিজের চতুর্থ ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) খেলতে নেমেছেন। ২০১১ সালে প্রথমবার তিনি বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমে ছিলেন। আর এই মুহূর্তে তিনি ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। আর চলতি টুর্নামেন্টে তিনি রয়েছেন অসাধারণ ছন্দে।

বিরাট কোহলির ওডিআই ফরম্যাটের পরিসংখ্যান অত্যন্ত ঈর্ষণীয়। বিশ্ব ক্রিকেটে কেবলমাত্র দুই ধারকেই রয়েছেন যারা এই ফরম্যাটে ৫০-এর ওপর গড় এবং ৯০-এর ওপরে স্ট্রাইক রেট বজায় রেখে নিজেদের গোটা কেরিয়ারে খেলে গিয়েছে। প্রথমজন এবি ডিভিলিয়ার্স এবং দ্বিতীয়জন বিরাট কোহলি। কিন্তু তবু বিরাট কোহলির ওডিআই বিশ্বকাপ পরিসংখ্যান তার সুনাম অনুযায়ী বেশ কিছুটা ফিকেই ছিল বলা যায়। কিন্তু চলতি টুর্নামেন্ট তিনি এমন তিনটি রেকর্ড গড়েছেন যার পরে তার বিশ্বকাপ কেরিয়ারকে আর খাটো করে দেখার উপায় নেই।

kohli jadeja

আরও পড়ুন: সচিনের রেকর্ড ভাঙা হয়ে গেছে! এবার বিশ্বকাপেই এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভাঙবেন রোহিত

● বিরাট কোহলি ওডিআই ফরম্যাটে অসংখ্য শতরান করেছেন। তাকে চেজ মাস্টার নামে ডাকেন ভক্তরা। কিন্তু এর আগে তিনটি বিশ্বকাপ খেলেও রান তাড়া করতে নেমে কোনও শতরান করতে পারেননি বিরাট। কিন্তু চলতি টুর্নামেন্টের তার সেই আফসোস কেটে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি বিশ্বকাপ কেরিয়ারে প্রথম রান তাড়া করতে নেমে শতরান পেয়ে গিয়েছেন।

● এর আগে বিরাট কোহলি এক বিশ্বকাপে একটির বেশি শতরান কোনওদিনও করতে পারেননি। তিনটি ওডিআই বিশ্বকাপ খেলে তার নামের পাশে থাকা দুটি শতরান এসেছিল এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে। অন্যান্য বড় প্রতিপক্ষের বিরুদ্ধে বিরাট এমনিতে প্রচুর শতরান পেলেও ওডিআই বিশ্বকাপে সেটা করে দেখাতে পারেননি এতদিন। কিন্তু চলতে বিশ্বকাপে ইডেন গার্ডেন্স ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি শতরান পেয়েছেন।

● কোনও একটি নির্দিষ্ট বিশ্বকাপের সংস্করণে বিরাট কোহলির সর্বোচ্চ রান সংগ্রহ ছিল ৪৪৩। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত বিশ্বকাপে এত রান করেছিলেন কোহলি। কিন্তু এত বড় একজন মহতারকা হওয়া সত্ত্বেও তার নামের পাশে বিশ্বকাপে ৫০০ রান করার গৌরব ছিল না। কিন্তু চলতি বিশ্বকাপে সেই আশা মিটেছে। সবকিছু ঠিকঠাক চললে চলতে বিশ্বকাপে ৬০০ রানের গণ্ডিও অতিক্রম করে যেতে পারেন কোহলি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর