বাংলা হান্ট ডেস্ক: ফের ধেয়ে আসছে বিধ্বংসী ঝড়ের তান্ডব। আবহাওয়া দফতর ( Weather Office) সূত্রে খবর, মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭মে টানা পাঁচ দিন রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে৷
অন্যদিকে, মঙ্গলবার ১২.২১ নাগাদ এক নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর। যাতে বলা হয়েছে, আগামী ২-৩ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। ইতিমধ্যেই এই নিয়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এই তিন জেলায়। সেই কারণে আগামী ২-৩ ঘন্টা এখানকার মানুষদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজ্যের কিছু জায়গায় ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রুয়েছে। ঝড়বৃষ্টির কারণে আজ থেকে গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ সামান্য কিছুটা কমার সম্ভাবনা রয়েছে৷
মঙ্গল ও বুধবার রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহর কলকাতাতেও (Kolkata) ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে।
অন্যদিকে, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে আরও বেশি, ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিমি। কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।