কেবল ভারতে নয় আমেরিকাতেও মোদী ঝড়, মোদীর ভাষণ শোনার জন্য টিকিট শেষ আমেরিকায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১-২৭ সেপ্টেম্বর পর্যন্ত  মার্কিন সফরে যাচ্ছেন। যেখানে প্রধানমন্ত্রী মোদী হিউস্টনে ‘HOWDY MODI’ অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়কে সম্বোধন করবেন। তার সফরের আগে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, “আমি ভারত-আমেরিকান সম্প্রদায়ের সাথে আমার সাক্ষাত এবং সম্বোধনের অপেক্ষায় রয়েছি।” জানিয়ে দি  এটি ভারতীয় প্রবাসীদের জন্য একটি বড় সম্মানের বিষয়। একই সাথে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী খুশি ব্যাক্ত করেছেন। প্রধানমন্ত্রী মোদী GDP থেকে মানুষের নজর সরাতে এসব করছেন বলে দাবি বিরোধীপক্ষের। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি সম্পূর্ণ আলাদা।

images 2019 09 20T125559.237

 

প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে আমি আগামী দিনে হিউস্টন এবং নিউইয়র্কে রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে দেখা করার প্রত্যাশায় রয়েছি। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলি পর্যালোচনা করব যাতে আমাদের উভয়ই দেশের জনগণ আরও বেশি সুবিধা পেতে পারে। মোদীর এই মেগা জনসমাবেশ আন্তর্জাতিক মহলের কূটনীতির জন্য বড়ো পদক্ষেপ বলে দাবি করা হচ্ছেন। হিউস্টান শহরে ভারতের প্রধানমন্ত্রী মোদী ইন্দো-আমেরিকানদের সম্বোধন করবেন। শুধু মাত্র ওই শহরেই প্রায় দেড় লক্ষ ভারতীয় থাকেন।

প্রধানমন্ত্রী মোদীর সভায় ৫০ হাজার মানুষ উপস্থিত থাকবেন। এটা একটা মেগা ও ঐতিহাসিক রালি হতে চলেছে। রালির সমস্ত আসন পূর্ন হয়ে গেছে। এখনও অনেকে ওয়েটিং লিস্টে অপেক্ষায় আছেন। যদি পূর্ন হয়ে থাকার মধ্যে কেউ বেরিয়ে যান তবেই ওয়েটিং লিস্টে থাকা ব্যাক্তি জায়গা পেতে পারবে। কারণ এই প্রথমবার এত বড়ো কোনো পাবলিক মেগা রালিতে দুই বড়ো লোকতান্ত্রিক দেশের দুই শক্তিশালী নেতা উপস্থিত থাকবেন। এর আগে আমেরিকায় কোনো বিদেশী নেতা এত বড়ো সভা করেননি। কিন্তু এই রালি প্রধানমন্ত্রী মোদীর জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এর জন্য।

images 2019 09 17T184403.914 1

 

আসলে ইন্দো-আমেরিকানদের কাছে ডোনাল্ড ট্রাম্প এর ছবি ততটাও ভালো নয়। আর সামনেই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। দ্বিতীয়বার নির্বাচনে জিততে হলে অবশ্যই ভারতের নেতার সাহায্য চাই। অর্থাৎ সোজা ভাষায় এটা আমেরিকাতে মোদীর শক্তি প্রদর্শন। HOWDY MODI সভার উপস্থিত থাকার বাহানায় ট্রাম্প ভারতীয় ভোট ব্যাঙ্ক পস্তুত করতে পারবেন। যদিও আমেরিকার রাজনীতিতে ভারতের প্রভাব আগে থেকেই ছিল। কিন্ত কোনো ভারতীয় নেতা এটাকে কাজে লাগাতে পারেনি। যেটা নরেন্দ্র মোদী কাজে লাগাতে চলেছেন।

সম্পর্কিত খবর