দিল্লিগামী বন্দে ভারতে টিকিট ছাড়াই ৩০০ যাত্রীকে তুলল রেল

Published on:

Published on:

Ticketless Crowd on Vande Bharat Creates Chaos at Howrah
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেলের গাফিলতিতে রবিবার গভীর রাতে হাওড়া স্টেশনে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। চার ঘণ্টা দেরিতে চলার কথা থাকলেও কোনও ঘোষণা না করেই দিল্লিগামী একটি স্পেশাল ট্রেন ছেড়ে যাওয়ার অভিযোগ ওঠে। এতে প্রায় তিনশো যাত্রী ট্রেন ধরতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামলাতে টিকিট ছাড়াই তাঁদের বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) তুলে দেয় রেল।

ঘোষণা ছাড়াই ট্রেন ছাড়ার অভিযোগ

রবিবার রাত প্রায় ১টা ১৫ মিনিটে হাওড়া থেকে দিল্লিগামী স্পেশাল ট্রেনটির ছাড়ার কথা ছিল। পরে জানানো হয়, ট্রেনটি চার ঘণ্টা দেরিতে অর্থাৎ সোমবার ভোর ৫টা ১৫ মিনিটে রওনা দেবে। যাত্রীদের অভিযোগ, ট্রেন ছাড়ার আগে কোনও মাইকিং বা স্পষ্ট ঘোষণা করা হয়নি। অভিযোগ অনুযায়ী, কোনও ঘোষণা ছাড়াই ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। ঘোষণা না হওয়ায় প্রায় তিনশো যাত্রী ট্রেনটিতে উঠতে পারেননি। ট্রেন মিস করতেই ক্ষুব্ধ যাত্রীরা অনুসন্ধান অফিস, স্টেশন মাস্টার ও ডেপুটি স্টেশন মাস্টারের অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ভোরের দিকে এই অশান্তির জেরে স্টেশনের অন্য যাত্রীরাও বিভ্রান্ত হয়ে পড়েন।

বিক্ষোভ সামলাতে বন্দে ভারতে (Vande Bharat Express) তোলা যাত্রী

পরিস্থিতি সামাল দিতে রেলের তরফে জানানো হয়, যাঁরা দিল্লিগামী স্পেশাল ট্রেন ধরতে পারেননি, তাঁদের গয়া বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) নিয়ে যাওয়া হবে। এর পর নির্ধারিত টিকিট ছাড়াই প্রায় আড়াইশো থেকে তিনশো যাত্রী বন্দে ভারত এক্সপ্রেসে তুলে দেওয়া হয়।অতিরিক্ত যাত্রী ওঠার কারণে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ট্রেনটি দুর্গাপুরে পৌঁছয় প্রায় আধ ঘণ্টা দেরিতে।

রেলের এই ভুল সিদ্ধান্তের ভোগান্তি তাঁদেরই পোহাতে হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রীদের। টিকিট ছাড়া যাত্রীরা নির্ধারিত আসন দখল করেন বলে অভিযোগ। দূরের যাত্রাপথে অনেককে কামরার যত্রতত্র বসে থাকতে দেখা যায়। শৌচালয়েও বাড়তি ভিড় হয়। এমনকি প্যান্ট্রির খাবার নিয়েও অশান্তির অভিযোগ উঠেছে।

Ticketless Crowd on Vande Bharat Creates Chaos at Howrah

আরও পড়ুনঃ অ্যাকাউন্ট বন্ধ, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে! কোর্টের দ্বারস্থ অর্পিতা, ‘বন্ধু’ পার্থকে নিয়ে কি বললেন?

পরিস্থিতি সামাল দিতে আরপিএফ ও টিটিইরা যাত্রীদের শান্ত থাকার আবেদন জানান। পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয়শঙ্কর ঝা জানিয়েছেন, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।