বাঘেদের আড্ডা! জঙ্গলের ভিতর রাস্তায় উপরেই বসেছে চারজন, দেখুন ভিডিও

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ ঘন জঙ্গলে ঘেরা চারপাশ। সবুজের বুক চিরে গিয়েছে মসৃণ কালো চওড়া পিচ-রাস্তা। আর তার উপরেই বসে রয়েছে চার চারটে কেঁদো বাঘ (tiger)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাতপুরা ফরেস্টে দেখা গিয়েছে এই দৃশ্য। জঙ্গল সাফারিতে বেরিয়ে এই ‘বিগ ক্যাট ফ্যামিলি’-র দর্শন পেয়েছিলেন কেউ। তারপর তাড়াতাড়ি তুলে নিয়েছেন গোটা ঘটনার ভিডিও। সেখানে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে রাস্তার উপরে বসেই দিব্যি হাত-পা ছড়িয়ে আরাম করছে দুটো বাঘকে। দলের বাকি দু’জন অবশ্য রাস্তা পার করে ঝোপঝাড় পর্যবেক্ষণ করে সেই সময় দেখে নিয়েছে কোনও বিপদ ওঁৎ পেতে অপেক্ষা করছে কিনা।

টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার রবীন্দ্র মণি ত্রিপাঠী (Rabindra Mani Tripathi)। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “একসঙ্গে সময় কাটাচ্ছে বাঘেদের পরিবার।” ২৮ সেকেন্ডের এই ভিডিও এখন টুইটারে ট্রেন্ডিং। অনুমান কোনও গাড়ি থেকে তোলা হয়েছে এই ভিডিও। এক মহিলাকে আবার গাড়ির চালকের উদ্দেশে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, “গাড়িটা খানিকক্ষণের জন্য পিছিয়ে নিন দাদা।“

বাঘেদের বৈঠকের এই ছবি ইতিমধ্যেই ৬ হাজার মানুষ দেখেছেন টুইটারে। বন্যা বইছে লাইক-কমেন্টের। আজকাল অবশ্য পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়া টুইটারের ট্রেন্ড। তবে এই ভিডিও পুরনো নাকি একদম নতুন সে ব্যাপারে অবশ্য নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। আইএফএস অফিসার রবীন্দ্র মণি ত্রিপাঠী ছাড়াও বাঘেদের এই ভিডিও শেয়ার করেছেন আর এক আইএফএস অফিসার রমেশ পাণ্ডে। ভিডিও শেয়ার করে তিনি অবশ্য লিখেছেন এভাবে জঙ্গলের রাস্তায় একসঙ্গে চার চারটে বাঘের দেখা পাওয়ার ঘটনা মোটেই সবসময় ঘটে না। বরং এই দৃশ্য যথেষ্টই বিরল। রমেশ পাণ্ডের কথায়, “এক দশক আগেও এমন দৃশ্য দেখার কথা ভাবা যেত না। তবে আজকাল দেখা যায়। পেঞ্চ, পান্না, তাবোদা এবং দুধওয়ার পর এবার সাতপুরাতেও দেখা পাওয়া গেল বাঘের দলের।“

সম্পর্কিত খবর

X