খাপ পঞ্চায়েত ডেকে টিকরি বর্ডারে বাংলার মেয়ের ধর্ষণে অভিযুক্তকে সমর্থনের ঘোষণা

বাংলাহান্ট ডেস্কঃ হিসারের ছানোট গ্রামে রোঘি খাপের পঞ্চায়েত হয় শুক্রবার সকালে। সেখানে টিকরি বর্ডারে বাংলার মেয়ের ধর্ষণে অভিযুক্ত অনুপকে সমর্থন করার ঘোষণা করা হয়। পঞ্চায়েতে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে সাক্ষাৎ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। রোঘি খাপের প্রধান সুমের সিংহ ঘোষণা করে বলে, আমরা অন্য অভিযুক্তদেরও পাশে দাঁড়াব। সুমের সিং বলে, আমাদের ছেলেরা নির্দোষ, সরকার ওদের ষড়যন্ত্র করে ফাঁসাতে চাইছে। সুমের বলে, এই মামলায় অভিযুক্ত আরও চারজন আমাদের সঙ্গে যোগাযোগ করছে। খুব শীঘ্রই মহাপঞ্চায়েত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এই ঘটনায় অভিযুক্ত অনুপ সিংহ একটি ভিডিও জারি করে বলেছিল যে, তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত অনিল মালিক বাংলার ওই যুবতীর শ্লীলতাহানি করেছে। যদিও সেই সময় অনুপ বাংলার মেয়ের ধর্ষণ হয়েছে সেটা স্বীকার করেনি। ভিডিওতে অনুপ নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। যদিও সে অনিল মালিককে কিছু ক্ষেত্রে দোষী সাব্যস্ত করেছে আর তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে।

অনুপ সেই ভিডিওতে জানিয়েছিল যে, অনিল মালিকের ভুল কাজের কারণেই সংগঠন অনিলকে বাইরের রাস্তা দেখায়। উল্লেখ্য, অভিযুক্ত অনুপ সিংহ কিষাণ সোশ্যাল আর্মির সংস্থাপক তথা প্রধান।


Koushik Dutta

সম্পর্কিত খবর