ভাইরাল ভিডিও: মাস্ক নয়, আল্লাহ বাঁচাবে প্রাণ – বলা টিকটক স্টার করোনায় আক্রান্ত,

বাংলাহান্ট ডেস্কঃ দেশব্যাপী যখন একটু একটু করে ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাসের করাল থাবা, ঠিক তখনই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে লকডাউন এর পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহারের ওপর জোর দিয়েছিল সরকার। সব রকম স্বাস্থ্য বিধিকে ফুতকারে উড়িয়ে দিয়ে টিকটক স্টার ঘোষনা করেছিল, আল্লাহ এর ওপর ভরসা রাখো, মাস্কের ওপর নয়। এবার সেই বিতর্কিত টিকটক স্টার সামির খান নিজেই করোনা শিকার।

PicsArt 04 13 03.11.07

করোনা পজিটিভ ধরা পড়ার পর সামির অবশ্য জানিয়েছেন তিনি টিকটক আর বানাতে পারবেন না। তার জন্য দোয়া করতেও বলেন।  যা নিয়ে ইতিমধ্যেই নেট পাড়ায় তুমুল ব্যাঙ্গ শুরু হয়েছে। তার প্রথমে করা সেই টিকটক ভিডিও এবং পড়ে করা টিকটক ভিডিও টি পাশাপাশি রেখে চলছে ট্রলের বন্যা।

যদিও করোনা ভাইরাসকে আল্লাহ এর অভিশাপ এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে করোনাভাইরাস দ্বারা ক্ষতির সম্ভাবনা নেই বলে অনেকদিন ধরেই প্রচার করে আসছেন একদল মূর্খ কট্টরপন্থীরা। তাদের এই অবৈজ্ঞানিক দাবির কারনে ভুল পথে চালিত হচ্ছেন অনেক দেশবাসী। এরকম ভুল প্রচারই আমাদের করোনা মোকাবিলায় প্রতিদিন পিছিয়ে দিচ্ছে।

সারা বিশ্বে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতেও তার ভয়াল থাবা বসিয়েছে মারন ব্যাধি করোনা। গোটা দেশে করোনায় মোট আক্রান্তদের সংখ্যা ৭৪০০ পার করেছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩৯ জন। এই মুহুর্তে গৃহবন্দী হয়ে থাকা ছাড়া উপায় নেই। সংক্রমণ এড়াতে ভালো করে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন। কেন্দ্র ও রাজ্যের পাশে সহযোগিতা করুন।


সম্পর্কিত খবর