‘জনমনে বিশ্বাস ফেরানোর মতো তদন্ত করেনি’, তিলোত্তমার মায়ের মামলায় কলকাতা পুলিশ কমিশনারকে বড় নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

calcutta high court

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তিলোত্তমার মা-বাবা। সেই অভিযানেই গুরুতর আহত হন আর জি করের (RG Kar) নির্যাতিতার মা। পুলিশের বিরুদ্ধে তিলোত্তমার মা-কে মারার অভিযোগ ওঠে। ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলাতেই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

তিলোত্তমার মায়ের মামলায় কড়া নির্দেশ | Calcutta High Court

এর আগে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় রাজ্যের থেকে এনকোয়ারি রিপোর্ট এবং মেডিকেল ডিটেল তলব করেছিলেন। এদিন নিউ মার্কেট ও শেক্সপিয়ার সরণি থানার পুলিশের দেওয়া রিপোর্ট (Police Investigation) দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। বিচারপতির পর্যবেক্ষণ, ‘পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। জনমনে বিশ্বাস ফেরানোর মতোও নয় তদন্ত।’

পুলিশ মেডিকেল রিপোর্ট গ্রহণ না করায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। কেন নিউ মার্কেট থানা ও শেক্সপিয়ার সরণি থানা মেডিকেল রিপোর্ট নিতে অস্বীকার করল সেই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি ঘোষ। ঘটনার গুরুত্ব বিচার করে দ্রুত পদক্ষেপের জন্য কলকাতা পুলিশকে নির্দেশ বিচারপতির।

হাইকোর্টের নির্দেশ, ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবেন। ওই আধিকারিক যদিও মনিপাল হাসপাতালের মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখে প্রমাণ পান তাহলে দ্রুত এফআইআর করার নির্দেশ হয়েছে। আদালতের আরও নির্দেশ, ঘটনাটি অপরাধযোগ্য কি না, তা নির্ধারণ করবে তদন্তকারী আধিকারিক। ওই আধিকারিকের দেওয়া রিপোর্ট দেখে কলকাতা পুলিশ কমিশনার পরবর্তী পদক্ষেপ নেবেন।

calcutta high court(31)

আরও পড়ুন: বিকেলেই তেড়ে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার আপডেট

উল্লেখ্য, তিলোত্তমার মা নবান্ন অভিযানে আক্রান্ত হওয়ার পর, জিডি দায়ের হয়েছিল, তবে কোনও এফআইআর দায়ের না হয়নি। এই নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন তিলোত্তমার মা।