চিনের সাথে দূরত্ব বাড়িয়ে ভারতকে আপন করছে Apple! বিরাট ঘোষণা করলেন টিম কুক

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমেরিকা (America) এবং চিনের (China) সম্পর্কে যথেষ্ট ভাঙন ধরেছে। বিভিন্ন ঘটনায় যা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ঠিক এই আবহেই চিনের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে এনেছে Apple। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ায় Apple-এর দ্বিতীয় হাব হিসেবে বিবেচিত হচ্ছে ভারত (India)। গতবছরই ভারতে প্রথম অফিসিয়াল স্টোর খুলেছে এই সংস্থা। পাশাপাশি, ভারতে অনেক দিন আগে থেকেই iPhone বানানো শুরু করে দিয়েছে Apple।

এমতাবস্থায়, দ্বিতীয় ত্রৈমাসিকের আর্নিং কলে ভারতে Apple-এর উপস্থিতি সম্পর্কে বড় তথ্য উপস্থাপিত করলেন কোম্পানির CEO টিম কুক। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ভারতে তাঁরা ডবল ডিজিটের সঙ্গে ব্যবসা বৃদ্ধি করেছেন। এর পাশাপাশি, আগামী দিনে iPhone উৎপাদন বাড়ানোর বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ, সামগ্রিকভাবে ভারত যে Apple-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। জানিয়ে রাখি যে, ভারতে Apple-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 15 তৈরিও শুরু হয়ে গিয়েছে।

Tim Cook unveils big plans for Apple in India.

ভারতীয় বাজারের বিষয়টি পরিলক্ষিত করে টিম কুক উৎসাহ প্রকাশ করেছেন। এছাড়াও, কোম্পানির কাছে ভারতের প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে। টিম কুক জানিয়েছেন, বাজারকে সঠিক ভাবে ধরে রাখার জন্য প্রয়োজন রয়েছে স্থানীয় উৎপাদনের। এমন পরিস্থিতিতে, ভারতের মাটিতেই আরও বেশি করে iPhone উৎপাদন করতে চলেছে Apple। টিম কুকের মতে, “ভারতকে একটি একটি বড় বাজার হিসেবে আমি মনে করি। এই বাজার আমাদের জন্য প্রধান ফোকাস। এখানে আমরা উৎপাদন অপারেশনাল বা সাপ্লাই চেইনের পরিপ্রেক্ষিতে করছি। তাই, বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমাদের ভারতে উৎপাদন চালিয়ে যেতে হবে।”

আরও পড়ুন: পেট চালাতে করতে হয়েছে ভিক্ষে! দু’চোখে “অন্ধকার” নিয়েই মাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর পেল প্রেমজিৎ

টিম কুক আরও জানিয়েছেন যে, “ভারতে আমরা গত বছরই কয়েকটি মাত্র স্টোর খুলেছি। কিন্তু এখানে প্রচুর সুযোগ দেখা যাচ্ছে। ভারতে আমরা আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে চাই। এর পাশাপাশি ডেভলপার ইকোসিস্টেমেও আমরা কাজ করছি। মার্কেট অপারেশন থেকে শুরু করে ডেভেলপার ইকোসিস্টেম প্রতিটি ক্ষেত্রেই কাজ করা হচ্ছে।”

আরও পড়ুন: হার্দিক-জাদেজায় নেই ভরসা! রোহিতের পর অধিনায়ক হিসেবে বোর্ডের পছন্দ ছিল শ্রেয়স, কিন্তু….

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে সময়ে দেশে iPhone-এর বিভিন্ন মডেল তৈরি করে Apple। পাশাপাশি, iPhone প্রস্তুত করার ক্ষেত্রে ভারতীয় সংস্থা টাটা গ্রুপের সাথেও হাত মিলিয়েছে তারা। এমতাবস্থায়, তাদের সাম্প্রতিক মডেল iPhone 15 তৈরি শুরু হয়ে গিয়েছে ভারতে। তবে, iPhone 15-এর রেশ কাটতে না কাটতেই iPhone 16-এর সম্ভাব্য ফিচার্স নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। যদিও, ভারতে iPhone 16 তৈরি হবে কিনা তা এখনও জানা যায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর