বাংলা হান্ট ডেস্কঃ অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত- অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট (India vs australia boxing day test)। এটি চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক টিম পেইন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় 195 রানে। প্রথম ইনিংসে দাপট দেখায় ভারতীয় বোলাররা। তবে ভারতীয় বোলাররা দাপট দেখলেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হতে হল টিম ইন্ডিয়াকে।
এই ম্যাচে রান আউট হয় অজি অধিনায়ক টিম পেইন। আর এই রান আউট নিয়েই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। টিম পেইনের রান আউটের সিদ্ধান্ত ফিল্ড আম্পায়াররা না দিতে পারায় তা চলে যায় থার্ড আম্পায়ারের কাছে। তবে থার্ড আম্পায়ার যে যুক্তি দিয়ে টিম পেইনকে নট আউট দিয়েছেন সেটি একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি ভারতীয় ক্রিকেটারদের কাছে।
অস্ট্রেলিয়ার ইনিংসের 55 তম ওভারে ক্রিজে ব্যাট করছিলেন টিম পেইন। সেই সময় আরেক ব্যাটসম্যান ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝি শিকার হয়ে পেইনের ক্রিজে ফিরে আসার আগেই উমেশ যাদবের থ্রো করা বলে উইকেট উড়িয়ে দেন ঋষভ পন্থ। এই আউটের সিদ্ধান্ত নেওয়ার জন্য থার্ড আম্পায়ারের কাছে যান ফিল্ড আম্পায়ার। বারবার এই রান আউটের ভিডিও ফুটেজ দেখার পর থার্ড আম্পায়ার জানিয়েছেন, ” পেইনের ব্যাট ক্রিজ পেরোয়নি এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাই আমার মনে হচ্ছে পেইনের ব্যাট অল্প হলেও ক্রিজ পেরোতে পারে। সেই কারণে আমি পেইনকে নট আউটের সিদ্ধান্ত দিলাম।” আর আম্পায়ারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে।