সময় সবকিছুর জবাব দেবে- চীনের প্রসঙ্গে বড়ো মন্তব্য দিলীপ ঘোষের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘চিনকে যোগ্য জবাব দেবে ভারত (india)। সময় সব কিছুরই জবাব দেবে।’ লাদাখের গালওয়ান সীমান্তে ভারত ও চিন সেনার সংঘর্ষ নিয়ে এমনই মন্তব্য করলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আগামীকাল প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে মোদিজি বলেন, “জল-স্থল-আকাশপথে দেশ রক্ষায় যা করার, তাই করছে সেনা।ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর শক্তি কারও নেই। আমাদের কাছে সেই শক্তি আছে।” ভারতের সীমান্ত যে চীন পেরোতে পারেনি সে কথা স্পষ্টই জানালেন নরেন্দ্র মোদী।

এদিন সকালে সীতারাম স্ট্রিটে (Sitaram Street) বিজেপির ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকরা তাকে জানতে চান যে, এবার কি ৬৭ সালের মতো ভারতই চিনকে আক্রমণ করবে? উত্তরে তিনি বলেন,” এখন আধুনিক যুগ, সবকিছুই স্যাটেলাইটে ধরা পড়ে। বালাকোর্টেও আক্রমণের প্রমাণ রয়েছে। সময় সবকিছুরই জবাব দেবে।” এছাড়াও চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বলার পাশাপাশি এদিন মেদিনীপুরে নিহত বিজেপি কর্মী প্রসঙ্গেও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ।

যদিও এই খুনের প্রসঙ্গে ইতিমধ্যেই দিলীপবাবু  হুঙ্কারের সুরে বলেন, ‘বদলাও হবে, বদলও হবে।’ এপ্রসঙ্গে তিনি বলেন, “মেদিনীপুরে আমাদের কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এর বদলা চাই, বদল তো হবেই।” তিনি কি হুঁশিয়ারি দিচ্ছেন?

প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের সরাসরি জবাব, “হুঁশিয়ারি নয়, এবার কাজে করে দেখাব। সঙ্কটকালীন পরিস্থিতিতেও যাঁরা ঘৃণ্য কাজ করে, সেই সব সমাজবিরোধীদের তাদের ভাষাতেই উত্তর দেবো।” বলাইবাহুল্য হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে এই ধরনের কথায় কতটা বিচলিত হতে পারে সমাজ, তা নিয়ে চিন্নিত রাজনৈতিক বিশ্লেষকরাও। শাসকদলের মদতেই মেদিনীপুরে তাঁদের কর্মী খুন হয়েছেন বলে দাবি দিলীপ ঘোষের। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল আমাদের কর্মীকে খুন করেছে। দাঁতনে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাব।’

X