বছর শেষের ছুটিতে রয়েছে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান? একাধিক ট্রেনের সময় হল বদল, দেখে নিন পুরো তালিকা

বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গে (North Bengal) যাওয়ার আগে হয়ে যান সতর্ক। কারণ, রঙিয়া ডিভিশনের চাংসারি ও আগিয়াথুরি স্টেশনে প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজের জন্য বেশকিছু ট্রেনের (Train) পরিষেবা বাতিল করা হয়েছে। পাশাপাশি, কিছু ট্রেনের পথ পরিবর্তন এবং কিছু ট্রেনকে আংশিক বাতিল করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১৭ থেকে ২৬ নভেম্বর ২০২৩ পর্যন্ত বাতিল হয়েছে এই ট্রেনগুলি:
১. ০৫৮০৩ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার
২. ০৫৮০৯ নিউ বঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার
৩. ১৫৭৬৯/১৫৭৭০ আলিপুরদুয়ার জংশন-লামডিং-আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস
৪. ১৫৭৫৩/১৫৭৫৪ আলিপুরদুয়ার জংশন-গুয়াহাটি-আলিপুরদুয়ার জংশন শিফুং এক্সপ্রেস
৫. ০৫০২০ গুয়াহাটি-মেন্দিপথার স্পেশ্যাল
৬. ১৫৬০২ গুয়াহাটি-ধুবড়ি এক্সপ্রেস

   

১৮ থেকে ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাতিল থাকছে এই ট্রেনগুলি:
১. ০৫৮১০ গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার
২. ০৫৮০৪ গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার,
৩. ০৫০১৯ মেন্দিপথার-গুয়াহাটি স্পেশ্যাল
৪. ১৫৬০১ ধুবড়ি-গুয়াহাটি এক্সপ্রেস
৫. এদিকে, ১৫৪১৭ আলিপুরদুয়ার জংশন-শিলঘাট টাউন রাজ্যরানি এক্সপ্রেস ১৭, ১৯, ২২ এবং ২৪ ডিসেম্বর বাতিল থাকছে
৬. পাশাপাশি, ১৮, ২০, ২৩ এবং ২৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে ১৫৪১৮ শিলঘাট টাউন-আলিপুরদুয়ার জংশন রাজ্যরানি এক্সপ্রেস বাতিল থাকবে।
৭. ১৮, ২০, ২৫ এবং ২৭ ডিসেম্বর পর্যন্ত ০৫৬০৮ গুয়াহাটি-মেন্দিপথার প্যাসেঞ্জার এবং ১৯, ২১, ২৬ এবং ২৮ ডিসেম্বর পর্যন্ত ০৫৬০৭ মেন্দিপথার-গুয়াহাটি প্যাসেঞ্জার বাতিল থাকবে।

৮. পাশাপাশি, ১২০৮৭ নাহরলগুন-গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস ১৮, ১৯, ২২, ২৫ এবং ২৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাতিল থাকবে এবং ১৮, ২১, ২৪ এবং ২৫ ডিসেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২০৮৮ গুয়াহাটি-নাহরলগুন শতাব্দী এক্সপ্রেস বাতিল থাকবে।৯. ২০ থেকে ২৫ ডিসেম্বর ২২২২৭/২২২২৮ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল থাকবে।
১০. ২০, ২৩ ও ২৭ ডিসেম্বর ১৫৮৮৮/১৫৮৮৭.গুয়াহাটি-বদরপুর জংশন-গুয়াহাটি এক্সপ্রেস বাতিল থাকবে।
১১. ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১৫৬১৪ মুর্কংসেলেক-গুয়াহাটি এক্সপ্রেস এবং ২১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫৬১৩ গুয়াহাটি-মুর্কংসেলেক এক্সপ্রেস বাতিল থাকবে।
১২. ২২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫৮১৮ নাহরলগুন-শখুভি দোনি পোলো এক্সপ্রেস এবং ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১৫৮১৭ শখুভি-নাহরলগুন দোনি পোলো এক্সপ্রেস বাতিল থাকবে।

আংশিকভাবে বাতিল থাকবে এই ট্রেনগুলি:
১৭, ২০, ২২ ও ২৪ ডিসেম্বর পর্যন্ত ১৫৬১২ শিলচর-রঙিয়া এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত চলবে। পাশাপাশি ১৮, ২১, ২৩ ও ২৫ ডিসেম্বরে ১৫৬১১ রঙিয়া-শিলচর এক্সপ্রেস ট্রেনটির চলাচল গুয়াহাটি থেকে সংক্ষিপ্ত আরম্ভ করা হবে এবং ওই ট্রেনের পরিষেবা গুয়াহাটি ও রঙিয়ার মধ্যে আংশিক বাতিল থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১৫৮১৬/১৫৮১৫ ডেকারগাঁও-গুয়াহাটি-ডেকারগাঁও এক্সপ্রেস, ২১, ২২ ও ২৫ ডিসেম্বর পর্যন্ত ১৫৯৬৮ লিডু-রঙিয়া এক্সপ্রেস, ২০, ২১, ও ২৪ ডিসেম্বরে ১৫৯৬৭ রঙিয়া-লিডু এক্সপ্রেস, ২০, ২৩, ২৪ ও ২৬ ডিসেম্বরে ১৫৯২৮ নিউ তিনসুকিয়া-রঙিয়া এক্সপ্রেস এবং ২২, ২৩, ২৫ ও ২৬ ডিসেম্বরে রওনা দেওয়ার জন্য ১৫৯২৭ রঙিয়া-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস ট্রেনটি আংশিক বাতিল থাকবে।

আরও পড়ুন: ভারতের বিরোধিতা করাই হল কাল! আর ট্রুডোকে ক্ষমতায় দেখতে চাইছেন না কানাডার জনগণ

নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন হয়েছে এই ট্রেনগুলির:
১. ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল (১৮ থেকে ২৪ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত)
২. ১২৫০৬ আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস (১৯ থেকে ২৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত)
৩. ১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (১৯, ২০, ২১, ২৩ ও ২৪ ডিসেম্বর)
৪. ১৫৬২৫ দেওঘর জংশন-আগরতলা এক্সপ্রেস (২৫ ডিসেম্বর)
৫. ১৫৯৩৪ অমৃতসর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস (২২ ডিসেম্বর)

আরও পড়ুন: স্নাতক পাশ হলেই এবার দুর্দান্ত বেতনের চাকরির সুযোগ, জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন হয়েছে এই ট্রেনগুলির:
১. ১৫৬৩২ গুয়াহাটি-বারমের এক্সপ্রেস (২১ ডিসেম্বর)
২. ১৫৬২৬ আগরতলা-দেওঘর জংশন (২৩ ডিসেম্বর)
৩. ১৫৬৩৪ গুয়াহাটি-বিকানের জংশন এক্সপ্রেস (২৩ ডিসেম্বর)
৪. ১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস (২৫ ডিসেম্বর)
৫. ১২৫০৫ কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস (২০ থেকে ২৬ ডিসেম্বর)
৬.১২৫৫২ কামাখ্যা-এসএমভিটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস (২০ ডিসেম্বর)
৭. ১৫৬৫৩ গুয়াহাটি-জম্মু তাওয়াই এক্সপ্রেস (২০ ডিসেম্বর)
৮. ১৫৬৫১ গুয়াহাটি-জম্মু তাওয়াই এক্সপ্রেস (২৫ ডিসেম্বর)
৯. ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল (২০ থেকে ২৬ ডিসেম্বর)
১০. ১৫৬৪৮ গুয়াহাটি-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস (২৬ ডিসেম্বর)
১১. ১৫৬৩০ শিলঘাট টাউন-তাম্বারাম এক্সপ্রেস (২২ ডিসেম্বর)
১২. ১৫৬২৪ কামাখ্যা-ভগত কি কোঠি এক্সপ্রেস (২২ ডিসেম্বর)
১৩. ১৫৯৪৬ ডিব্রুগড়-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস (২০ ডিসেম্বর)

Timings of several trains to North Bengal have changed

১৪. ২০৫০৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (২৩ ও ২৪ ডিসেম্বর)
১৫. ১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (২২, ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর)
১৬. ১২৫১০ গুয়াহাটি-এসএমভিটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস (২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর)
১৭. ২০৫০১ আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস (২৫ ডিসেম্বর)
১৮. ১৫৯০৯ ডিব্রুগড়-লালগড় জংশন অবধ অসম এক্সপ্রেস (২৩ থেকে ২৬ ডিসেম্বর)
১৯. ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি এক্সপ্রেস (২৪ ডিসেম্বর)
২০. ১৫৬৪৮ গুয়াহাটি-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস (২৬ ডিসেম্বর)
২১.১৫৯০৩ ডিব্রুগড়-চণ্ডীগড় জংশন এক্সপ্রেস (২২ ও ২৫ ডিসেম্বর)
২২. ১৫৬৪০ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (২৪ ডিসেম্বর)
২৩. ১৫৯৩৩ নিউ তিনসুকিয়া-অমৃতসর এক্সপ্রেস (২৬ ডিসেম্বর)
২৪. ১৩১৭৬ শিলচর-শিয়ালদহ এক্সপ্রেস (২২ ও ২৫ ডিসেম্বর)
২৫. ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (২২, ২৩ ও ২৫ ডিসেম্বর)
২৬. ১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস (২৩ ও ২৪ ডিসেম্বর)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর